March 21, 2025, 10:16 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

রাজশাহী থেকে বাই-সাইকেলে চেপে কাশ্মীরের পথে দুই যুবক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

সাইকেলিস্ট রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলমের রাজশাহী থেকে ভারতের কাশ্মীর 

যাত্রার উদ্বোধন করেছেনরাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।গত ১৭ জুন ২০১৯ ইং সোমবার  বেলা ১১টায়  নগর  ভবনের  সামনে  বেলুন উড়িয়ে এ যাত্রার উদ্বোধন করেন মেয়র।‘মিশন কাশ্মীর সাইকেল এক্সপেডিশন’ শীর্ষক এই যাত্রার স্লোগান দেওয়া হয়েছে, ‘মাদককে  না  বলুন,  সাইকেল চালান,  সুস্থ্ থাকুন।’যাত্রার উদ্বোধন কালে দুই সাইকেলিস্টের যাত্রার শুভ কামনা করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘সাইকেলে  দীর্ঘ  পথ  পাড়ি  দিয়ে  আমাদের  ছেলেরা  পৃথিবীর   দীর্ঘ সড়ক পথে আরোহণের লক্ষ্যে যাত্রা শুরুকরছে। এ  যাত্রায়  তাদের  জন্য  রইলো শুভ কামনা। আশা  করছি,  ভালো ভাবেই  তারা  এই  মিশন   শেষ  করতে পারবে।’ সাইকেলিস্ট  রবিউল  ইসলাম  গাজীপুর  শহরের  সালমা  মহল্লার  খোরশেদ আলমের ছেলে। তিনি  রাজশাহী কলেজের ইসলামের  ইতিহাস  ও  সংস্কৃতি  বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। জাহাঙ্গীর আলমের বাড়ি সিলেটে।সাইকেলিস্ট  রবিউল ইসলাম জানান, এ যাত্রায় তাদের দুই মাসে সাড়ে তিন হাজার কিলোমিটারেও অধিকপথঅতিক্রম করতে হবে। একজন  সাইকেলিস্ট  এর  ব্যক্তিগত  স্বপ্ন  পূরণের  পাশাপাশি আমি আমার দেশকেউপস্থাপন করবো। আমার  এই  সাইকেল  এক্সিপেডিশনে  আর.এফ.এল গ্রুপের দূরন্ত বাইসাইকেল স্পন্সর করেছে।সিলেটের  সাইকেলিস্ট জাহাঙ্গীর আলম ব্যক্তিগতভাবে আমার সাথে একই যাত্রায় যাচ্ছেন। তারা জানান, রাজশাহী থেকে কলকাতা হয়ে পর্যায়ক্রমে বর্ধমান-আসানসোল-ধানবাদ-আওরাঙ্গাবাদ- বেনারাস-ফতেপুর-কানপুর-আগ্রা-আলীগড়-দিল্লী-চন্ডীগড়-শিমলা-মানলী-লেহ হয়ে খারদুংলা পাসে গিয়ে যাত্রার সমাপ্ত হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর