July 27, 2024, 12:18 pm

সংবাদ শিরোনাম
বোরহানউদ্দিন থানা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক পার্বতীপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদ্বয়ের সংবর্ধনা রাজধানীর নিউমার্কেট এলাকা হতে জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ র‌্যাব-১০ এর অভিযানে মুন্সীগঞ্জের লৌহজং এলাকা হতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার কক্সবাজারে ভারী বৃষ্টিপাত পাহাড় ধ্বসে নারী-শিশু নিহত পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দারুসসালাম লাফনাউট মাদ্রাসার দস্তারবন্দী নিবন্ধন ফরম বিতরণ শুরু পীরগঞ্জে নিখোঁজের একদিন পর শিশু’র লাশ উদ্ধার মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী আলাউদ্দিন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

রাজশাহী থেকে বাই-সাইকেলে চেপে কাশ্মীরের পথে দুই যুবক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

সাইকেলিস্ট রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলমের রাজশাহী থেকে ভারতের কাশ্মীর 

যাত্রার উদ্বোধন করেছেনরাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।গত ১৭ জুন ২০১৯ ইং সোমবার  বেলা ১১টায়  নগর  ভবনের  সামনে  বেলুন উড়িয়ে এ যাত্রার উদ্বোধন করেন মেয়র।‘মিশন কাশ্মীর সাইকেল এক্সপেডিশন’ শীর্ষক এই যাত্রার স্লোগান দেওয়া হয়েছে, ‘মাদককে  না  বলুন,  সাইকেল চালান,  সুস্থ্ থাকুন।’যাত্রার উদ্বোধন কালে দুই সাইকেলিস্টের যাত্রার শুভ কামনা করে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘সাইকেলে  দীর্ঘ  পথ  পাড়ি  দিয়ে  আমাদের  ছেলেরা  পৃথিবীর   দীর্ঘ সড়ক পথে আরোহণের লক্ষ্যে যাত্রা শুরুকরছে। এ  যাত্রায়  তাদের  জন্য  রইলো শুভ কামনা। আশা  করছি,  ভালো ভাবেই  তারা  এই  মিশন   শেষ  করতে পারবে।’ সাইকেলিস্ট  রবিউল  ইসলাম  গাজীপুর  শহরের  সালমা  মহল্লার  খোরশেদ আলমের ছেলে। তিনি  রাজশাহী কলেজের ইসলামের  ইতিহাস  ও  সংস্কৃতি  বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। জাহাঙ্গীর আলমের বাড়ি সিলেটে।সাইকেলিস্ট  রবিউল ইসলাম জানান, এ যাত্রায় তাদের দুই মাসে সাড়ে তিন হাজার কিলোমিটারেও অধিকপথঅতিক্রম করতে হবে। একজন  সাইকেলিস্ট  এর  ব্যক্তিগত  স্বপ্ন  পূরণের  পাশাপাশি আমি আমার দেশকেউপস্থাপন করবো। আমার  এই  সাইকেল  এক্সিপেডিশনে  আর.এফ.এল গ্রুপের দূরন্ত বাইসাইকেল স্পন্সর করেছে।সিলেটের  সাইকেলিস্ট জাহাঙ্গীর আলম ব্যক্তিগতভাবে আমার সাথে একই যাত্রায় যাচ্ছেন। তারা জানান, রাজশাহী থেকে কলকাতা হয়ে পর্যায়ক্রমে বর্ধমান-আসানসোল-ধানবাদ-আওরাঙ্গাবাদ- বেনারাস-ফতেপুর-কানপুর-আগ্রা-আলীগড়-দিল্লী-চন্ডীগড়-শিমলা-মানলী-লেহ হয়ে খারদুংলা পাসে গিয়ে যাত্রার সমাপ্ত হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর