-
- লিড নিউজ, সারাদেশে
- ফেঞ্চুগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতি ৩০ কোটি টাকা
- আপডেট সময় December, 12, 2017, 11:21 pm
- 309 বার পড়া হয়েছে
ফেঞ্চুগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতি ৩০ কোটি টাকা
সিলেট অফিস
ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে ঢাকার বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী (সঞ্চালন-১) এমদাদুল ইসলামকে।
কমিটির সদস্যরা মঙ্গলবার ঘটনাস্হল পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত কাল সোমবার বেলা ১১টায় ফেঞ্চুগঞ্জ পালবাড়িতে বিদ্যুতের গ্রিড লাইনে ৩০০ এমপিএ (১৩২/২৩০) ট্রান্সফর্মারে শর্টসার্কিট থেকে আগুন লাগে। নিমিষেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে জাতীয় গ্রিড লাইন বন্ধ করে দেওয়া হয়। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সংশ্লিষ্টরা জানান, আগুন লাগার ঘটনায় অন্তত ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে শুধু ট্রান্সফর্মারের মূল্যই প্রায় ১২ কোটি টাকা। এটি দেশের বাইরে থেকে আনতে খরচ হয়েছে কমপক্ষে আরো ৬ কোটি টাকা।
এ জাতীয় আরো খবর