সাংবাদিকের পিতার মৃত্যুতে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর ও সাংবাদিক নেতৃবৃন্ধের শোক
সিলেট প্রতিনিধি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ডেইলি স্টারের ফটো সাংবাদিক শেখ আশরাফুল আলম নাসিরের পিতা শেখ আব্দুস ছাত্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।’ এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
সাংবাদিক নেতৃবৃন্ধ ও সুশীল সমাজের শোক প্রকাশ: অরপদিকে সাংবাদিক শেখ নাসিরের পিতার মৃত্যুতে সাংবাদিক মহল ও সুশীর সমাজের নেতৃবৃন্ধও পৃথক পৃথক বিবৃতি ও শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্ধ মরহুম আব্দুস ছাক্তারের রুহের মাগফেরাত কামনা করে উনার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।’ বিবৃতিদাতারা হলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক সভাপতি ও সংসদ সদস্য নজির হোসেন, সহ-সভাপতি তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেবয়ারম্যান কামরুজ্জামান কামরুল, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটর উপ-পরিচালক দৈনিক যুগান্তরের ষ্টাফ রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম নিউজ নেটওয়ার্ক২৪.কম’র বিশেষ প্রতিনিধি ও বিডি মনিং’র সিলেট প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদ, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, দৈনিক সুনামগঞ্জ খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম নিউজ নেটওয়ার্ক২৪.কম’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, দৈনিক সিলেটের ডাকের তাহিরপুর প্রতিনিধি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, দৈনিক মানবজমিনের তাহিরপুর প্রতিনিধি এমএ রাজ্জাক, দৈনিক যুগান্তরের তাহিরপুর প্রতিনিধি তারেক আজিজ, ভোরের ডাক প্রতিনিধি রাজন চন্দ প্রমুখ।