December 23, 2024, 9:59 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

বিএনপি’র জনসমর্থন দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে: খন্দকার মোশাররফ

বিএনপি’র জনসমর্থন দেখে সরকার দিশেহারা হয়ে পড়েছে: খন্দকার মোশাররফ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপি’র জনসমর্থন দেখে বর্তমান সরকার দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। খন্দকার মোশাররফ বলেন, সরকার বড় গলায় ঘোষণা করেছিলো, রাজনীতিতে বিএনপি’র অস্থিত্ব নেই। কিন্তু তারা দেখেছে, খালেদা জিয়া দেশে আসার পর রাস্তায় গণ-জোয়ার সৃষ্টি। কক্সবাজার যাওয়ার পথে জনসাধারণ স্বতস্ফুর্ত অংশগ্রহণ ছিলো। ১২ নভেম্বরের সমাবেশে আন্তঃজেলা পরিবহন বন্ধ, রাজধানীতে সব ধরনের গণ-পরিবহন বন্ধ করার পরও জন¯্রােত থামিয়ে রাখতে পাড়েনি। বিএনপির প্রতি মানুষের সমর্থণের এ জোয়ারে সরকার দিশেহারা হয়ে পড়েছে। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপিকে দূরে সরিয়ে রাখা হয়েছিলো। তবে ২০১৪ আর একাদশ নির্বাচন এক নয়। নদীর পানি অনেক গড়িয়েছে। খালেদা জিয়া ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া যাবে না। আগামি নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। যতো ষড়যন্ত্র করা হোক, এ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি অংশ নিবেই। সরকার যদি ২০১৪-এর মতো নির্বাচন করার চেষ্টা করে, গায়ের জোড়ে ক্ষমতায় থাকতে চায়, জনগণ তাহলে রাস্তায় নেমে তাদের ভোট ও গণতান্ত্রিক অধিকার উদ্ধার করবে। বিএনপি’র স্থায়ী কমিটির এ নেতা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে খালেদা জিয়া, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কেননা, যারা এ দেশের ভালো চায় না, সার্বভৌমত্ব বিশ্বাস করে না, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করতে চায়; তারাই খালেদা জিয়াকে সহ্য করতে পারছে না, তারেক রহমানকে সহ্য করতে পারছে না। খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকার অনেকবার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছে। ১/১১-তে একবার তারেক রহমানকে জেলে ঢুকিয়ে রিমান্ডে নিয়ে তার মেরুদ- ভেঙে এবং খালেদা জিয়াকে জেলে দিয়ে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিলো। এরেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ও তার মন্ত্রীরা খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিয়ে, তারেককে দেশে না আসতে দিয়ে, বিএনপিকে রাজনীতি শুন্য করার চেষ্টা করে যাচ্ছে। কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক শাম্মী আকতার, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রাজিয়া আলিম প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর