October 26, 2024, 11:34 pm

সংবাদ শিরোনাম
ভারতের জিডিপিতে ১৬ হাজার কোটি টাকা জুড়তে পারে পণ্য করিডর কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রয়েছে একগুচ্ছ কর্মসূচি বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোন অধিকার নেই-দিনাজপুরে জাগপার মুখপাত্র রাশেদ প্রধান কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙ্গনরোধে ব্যবস্থা নেয়ার দাবিতে বিক্ষোভ দিনাজপুরের ফুলবাড়ী থানায় নতুন অফিসার ইনচার্জ ও ওসি তদন্তের যোগদান নবাবগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত সিলেট সিমান্তে ৪৮ বিজিবির অভি্যানে ১ কোটি ২০ লক্ষ টাকার বিভিন্ন চোরাই মালামাল আটক উখিয়ায় সমুদ্র সৈকতে নির্মিত নৌবাহিনীর জেটিটি’র মধ্যাংশ ভেঙে গেছে রংপুরে ১২ বছর পর দলীয় কার্যালয়ে ফিরলো জামায়াত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পালাতক মেয়র তাপসের দূর্নীতির অভিনব পন্থা

মিয়ানমার থেকে কিছু খারাপ লোক বাংলাদেশে ঢুকে আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা করেছিল: কাদের

মিয়ানমার থেকে কিছু খারাপ লোক বাংলাদেশে ঢুকে আইনশৃঙ্খলা নষ্টের চেষ্টা করেছিল: কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে কিছু খারাপ লোক বাংলাদেশে ঢুকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ওপার (মিয়ানমার) থেকে কিছু বেড এলিমেন্টস (খারাপ লোক) বাংলাদেশে ঢুকেছিল। এদেশেও কিছু আছে। এরা মিলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় সেরকম কিছু করার চেষ্টা করেছিল। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ-বিজিবি তাদের সে চেষ্টা নস্যাৎ করে দিয়েছে। কোন অশুভ শক্তি আমাদের মানবিক কাজে কোন ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না। আমরা রোহিঙ্গাদের পাশে আছি। গতকাল সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ইস্যুতে যে বক্তব্য দিয়েছেন তাতে মিয়ানমারের ওপর প্রচ- চাপ সৃষ্টি হয়েছে। রোহিঙ্গাদের যাতে মিয়ানমার ফিরিয়ে নিয়ে যায় সে বিষয়ে আলোচনা হবে। কবে নাগাদ এই আলোচনা হবে তা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি অন্ধকারে ঢিল ছুঁড়তে চাই না। তিনি বলেন, আমাদের পাশে বর্ডার। এখান থেকে উসকানি আসবে। কিন্তু আমরা এসব উসকানির ফাঁদে পা দেব না। কারণ এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। ত্রাণ নিয়ে মন্ত্রী বলেন, প্রচুর ত্রাণ জমা আছে। এখনো অনেক ত্রাণ আসছে। রোহিঙ্গারা বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে ১ মাস হয়ে গেল। এই ১ মাসে ত্রাণ নিয়ে লুটপাট, কোন ধরনের অনিয়ম-বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি। এটা খুশির বিষয়। অতীতে বিভিন্ন সংকটের সময় আমরা দেখেছি ত্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কিন্তু এবার এরকম কিছু হয়নি, ত্রাণ নিয়ে কোন ছিনিমিনি হয়নি। নো-ম্যানস ল্যান্ডে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করা হবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, তুমব্রুতে যেসব রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে তাদের অস্থায়ীভাবে পুনর্বাসন করা হবে। এখানে প্রায় ১৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বিজিবি তাদের খাবার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সব ধরনের সাহায্য সহযোগিতা করছে। গতকাল সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুম সীমান্তের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য উখিয়ায় ২ হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। এখানে রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে। যারা তুমব্রুতে আশ্রয় নিয়েছে তাদের এখানে নিয়ে আসা হবে। এ ছাড়া বিচ্ছিন্নভাবে যেসব রোহিঙ্গারা আছে তাদেরও পুনর্বাসন করা হবে। এসময় আরও বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর