ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
জিম্বাবুয়ের সাবেক সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, জাতির উদ্দেশে ভাষণে প্রত্যাশা অনুযায়ী পদত্যাগের ঘোষণা না দেওয়ায় প্রেসিডেন্ট মুগাবেকে অভিশংসনের পরিকল্পনা করা হবে। গতকাল সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা যায়। গত মঙ্গলবার মধ্যরাতে সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায় এবং মুগাবেকে গৃহবন্দী করে। এরপর জনগণের দাবির মুখে মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেয় দেশটির ক্ষমতাসীন দল জিম্বাবুয়ে আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্ট (জানু-পিএফ)। একইসঙ্গে দলটি মুগাবে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির সাবেক সেনা কর্মকর্তাদের নেতা ক্রিস মুসভানগওয়া এক বার্তায় তাদের এই অবস্থানের কথা জানিয়েছেন। এর আগে নিজ দল ও সেনাবাহিনীর চাপ অগ্রাহ্য করে ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। জানান, আগামি ডিসেম্বর পর্যন্ত তিনি ক্ষমতাসীন দলের কংগ্রেসে সভাপতিত্ব করবেন।