January 3, 2025, 1:34 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ডেল গ্রাহকের তথ্য বেহাত হতে পারে

ডেল গ্রাহকের তথ্য বেহাত হতে পারে

ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক

হ্যাকিংয়ের ঘটনায় গ্রাহকের তথ্য বেহাত হয়ে থাকতে পারে, ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে ডেল।

চলতি মাসের শুরুতে ৯ নভেম্বর তাদের নেটওয়ার্কে হ্যাকিংয়ের চেষ্টা করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়।

প্রতিষ্ঠানের ওয়েবসাইট আপডেটে পিসি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি জানায়, তারা তাদের নেটওয়ার্কে ‘অননুমোদিত কার্যক্রম’ দেখতে পেয়েছে এবং তা থামাতে পদক্ষেপ নিয়েছে। হ্যাকাররা গ্রাহকের নাম, ইমেইল নেয়ার চেষ্টা করেছে এবং পাসওয়ার্ড সংকেতায়িত করেছে। যদিও নিশ্চিত করে বলা হয়নি হ্যাকারদের এই প্রচেষ্টা সফল হয়েছে কিনা– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

ডেল-এর পক্ষ থেকে বলা হয়, গ্রাহকের কোনো তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। প্রতিষ্ঠানের আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে কিছুটা ভিন্ন কথা বলা হয়েছে। “যদিও এমন সম্ভাবনা রয়েছে যে আমাদের নেটওয়ার্ক থেকে কিছু তথ্য সরিয়ে দেওয়ার ঘটনা ঘটে থাকতে পারে, আমাদের তদন্তে এমন কোনো প্রমাণ মেলেনি যেকোনো তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।”

হ্যাকিংয়ের ঘটনাটি জানার পর একটি ডিজিটাল ফরেনসিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে ডেল। ডেল ডটকমের সব গ্রাহকের পাসওয়ার্ড রিসেট করতে প্রাথমিক ব্যবস্থা নিয়েছে তারা। গ্রাহক যদি ডেল-এর পাসওয়ার্ড অন্যান্য ওয়েবসাইটেও ব্যবহার করে থাকেন তবে সেগুলোও পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে।

হ্যাকিংয়ের ঘটনায় কী পরিমাণ গ্রাহক আক্রান্ত হয়েছেন তা জানায়নি ডেল।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রযুক্তি সাইট সিনেটকে বলা হয়, “যেহেতু এটা স্বেচ্ছায় প্রকাশ করা হয়েছে এবং গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে এমন যথাযথ প্রমাণ না থাকায় আক্রান্তদের সংখ্যা প্রকাশ করা সম্ভব হবে না, এমনটাও হতে পারে কেউই আক্রান্ত হননি।”

Share Button

     এ জাতীয় আরো খবর