মৌলভীবাজার যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মশাহিদ আহমদ, মৌলভীবাজার
মৌলভীবাজারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা যুবলীগ। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা যুবলীগ নেতাকর্মিরা। এরপর জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে কুসুমবাগ এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীতে তিনটি হাতী, কাপড়ের নৌকা ও শিশু কিশোরদের রকমারী সাজ সজ্জা শহরবাসীদের দৃষ্টি কাড়ে। র্যালীটি শহর প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনের এসে শেষ হয়েছে। সেখানে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়। এ সময় জেলা যুবলীগ নেতৃবৃন্দসহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ,সাধারন সম্পাদক মিছবাউর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান,ও সাংগঠনিক সম্পাদক রাধাপদদেব সজল।