October 14, 2024, 9:18 am

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

বাহুবলীর রেকর্ড ভেঙ্গে দিল ‘টু পয়েন্ট জিরো’

বাহুবলীর রেকর্ড ভেঙ্গে দিল ‘টু পয়েন্ট জিরো’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

মুক্তির আগেই বাহুবলীর রেকর্ড ভেঙ্গে দিল রজনীকান্তের ‘টু পয়েন্ট জিরো’ চলচ্চিত্রটি। তামিল ছবির পরিচালক শংকরের বিগ বাজেটের ছবি ‘টু পয়েন্ট জিরো’ বা ‘রোবট-টু’। রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত এ ছবিটি আগামি ২৯ নভেম্বর একযোগে ভারত ও ভারতের বাইরে প্রায় ১০ হাজার  প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আর সেটা হলে ভারতের ইতিহাসে কোনো ছবির ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তির রেকর্ড হবে। এর আগে, প্রভাস অভিনীত ‘বাহুবলী’ ছবিটি একযোগে ৯ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ‘টু পয়েন্ট জিরো’ কেবল ভারতেই মুক্তি পাচ্ছে ৬,৬০০ থেকে ৬,৮০০ প্রেক্ষাগৃহে। বাকিটা ভারতের বাইরে। বিগ বাজেটের এই ছবিটি মুক্তির আগেই নাকি ১০০ কোটি টাকার বেশি নিজেদের পকেটে ঢুকিয়ে ফেলেছে।

যা তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে আরেকটি রেকর্ড। ধারণা করা হচ্ছে, ছবিটি প্রায় ৮ হাজার কোটি টাকা ব্যবসা করতে পারবে। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল টু পয়েন্ট জিরো। এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রের তকমা পেয়েছে এটি। ছবিটি নির্মাণে ব্যয় করা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এতে কাজ করেছেন তিন হাজার টেকনিশিয়ান। এটি প্রথম ভারতীয় চলচ্চিত্র যার পুরোটাই থ্রিডি-তে শুটিং করা হয়েছে। রজনীকান্ত, অক্ষয় কুমার ছাড়াও টু পয়েন্ট জিরো ছবিতে আরও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন, আদিল হুসাইন, সুধাংশু পান্ডে প্রমুখ। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজসহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন এ. আর. রহমান।

Share Button

     এ জাতীয় আরো খবর