ভারতে সেনাবাহিনীর ডেপোতে বিস্ফোরণে নিহত ৬
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মহারাষ্ট্রে সেনাবাহিনীর একটি ডেপোতে বিস্ফোরণে ছয় জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মহারাষ্ট্র রাজ্যের ওয়ার্ধা জেলায় এ ঘটনা ঘটেছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী, খবর এনডিটিভির।
তারা জানিয়েছে, ২৩ মিলিমিটার কামানের গোলা ধ্বংসের জন্য ট্রাক থেকে নামানোর সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে অর্ডন্যান্স ফ্যাক্টরির এক কর্মী ও দুই শ্রমিক নিহত হয়েছেন বলে এর আগে জানানো হয়েছিল। নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে পালগাও আর্মি ডেপোর একটি উন্মুক্ত স্থানে গোলাগুলি নেওয়া হয়েছিল। সেখানেই বিস্ফোরণের এ ঘটনা ঘটে। মধ্যপ্রদেশ রাজ্যের খামারিয়াভিত্তিক একটি অস্ত্র কারখানাকে বিস্ফোরক ধ্বংস করার কাজে ব্যবহারের জন্য স্থানটি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।