December 27, 2024, 12:44 am

সংবাদ শিরোনাম
মধুপুরে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রবাসীকে হয়রানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বেনাপোল স্থলবন্দর হ্যাল্ডিং শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ঝিকরগাছা উপজেলায় যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা শার্শার উলশী ইউনিয়ন ভিত্তিক ৬ষ্ঠ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে

এম্বুলেন্সে রোগীর পরিবর্তে গাঁজা!

এম্বুলেন্সে রোগীর পরিবর্তে গাঁজা!

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যে এম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহন করা হয় সেখানে কি-না পাওয়া গেল গাঁজা! তাও আবার ৯৫ কেজি! ঘটনা আজ (৯ নভেম্বর) সন্ধ্যায়। এম্বুলেন্স থেকে ৬ টি গাঁজার বস্তাসহ গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তারা হল- মোঃ সবুজ (২৫), মোঃ মিলন(২৮) ও মোঃ জাহিদ হাসান(২৪)।

মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের কাছে রাস্তা থেকে তাদের গ্রেফতার ও গাঁজা উদ্ধার করা হয়।

আগে থেকে গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতে থাকে গোয়েন্দা ও অপরাধতথ্য (দক্ষিণ) বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিমের একটি দল। এক সময় এম্বুলেন্সটি কাছাকাছি আসলে পুলিশ থামার ইশারা দেয়। কিন্তু পুলিশের ইশারা না মেনে গাড়িটি দ্রুত গতিতে চলে যেতে থাকে। পেছন থেকে ধাওয়া করে ডিবি। এক পর্যায়ে মোহাম্মদপুর টিকাপাড়া পানির পাম্পের কাছে এসে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হয়।

অভিযানে নেতৃত্বে থাকা গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন ডিএমপি নিউজকে বলেন, তারা এম্বুলেন্সে করে সীমান্ত এলাকা হতে গাঁজা নিয়ে এসে ঢাকা ও তার আশপাশ এলাকায় সরবরাহ করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা এ্যাম্বুলেন্সে করে গাঁজা নিয়ে যাতায়াতের সময় তাদের এম্বুলেন্সের সামনে একটি এস্কর্ট পার্টি রাখে। যারা রাস্তা ক্লিয়ার দেয়। এভাবে তারা একের পর এক চেকপোস্ট এড়িয়ে গন্তব্যে পৌঁছে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সূত্র : ডিএমপি নিউজ

Share Button

     এ জাতীয় আরো খবর