September 8, 2024, 9:09 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী

ফুলবাড়ী উপজেলা সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকে

মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী
ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি;
দিনাজপুর ফুলবাড়ীতে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরতার প্রতিবাদে জাতিসংঘের মহাসচিব বরাবর দাবি সম্বলিত গণস্বাক্ষর অভিযানের উদ্বোধনী সমাবেশ গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় স্থানীয় নিমতলা মোড়ে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফুলবাড়ী শাখার সভাপতি জয় প্রকাশ গুপ্ত, গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের নেতা নাজার আহম্মেদ, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক সঞ্জিত প্রসাদ জিতু, বিপ¬বী ছাত্র মৈত্রীর আহবায়ক রাসেল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সরকারের বর্বরতা চরম আকার ধারণ করায় মানবতা বিধস্ত হচ্ছে। একটি জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে ফেলার প্রক্রিয়া চলছে। বাংলাদেশেও সংকটে পড়েছে। এ অবস্থা উত্তরণে মিয়ানমান থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে শরণার্থী মর্যাদা দিন এবং তাঁদের থাকা, খাওয়া, চিকিৎসা, শিক্ষাসহ সভ্য জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করুন। মিয়ানমারে বর্বরতা-গণহত্যা বন্ধ করতে মিয়ানমারকে বাধ্য করুন। রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নিতে এবং তাদের মিয়ানমারের নাগরিকত্বের স্বীকৃতি দিতে বাধ্য করুন। মিয়ানমারে রোহিঙ্গাদের অবাধ চলাফেরাসহ বসবাসের উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করুন। জাতিসংঘের তত্ত্বাবধানে ‘কফি আনান কমিশন’ এর রিপোর্ট বাস্তবায়ন করুন।
নিুলিখিত পদক্ষেপসমূহ গ্রহণের জন্য জাতিসংঘের মহাসচিব বরাবর দেশ ব্যাপী এ গণস্বাক্ষর অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীতে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর