March 13, 2025, 7:38 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে খলিলপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে এম নাসের রহমান কালীগঞ্জে বিএনপি নেতার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন উখিয়ায় পৃথক অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই এই সরকারের সময়ই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দাবী, নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত মিঠাপুকুর হাড়িভাঙ্গা আমের সোনালী মুকুলে মৌ মৌ গন্ধে মুখরিত নবাবগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার বেনাপোল সীমান্তে মটরসাইকেল চোরাচালানীদের ধরতে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত।আহত-১ মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা বৃহত্তর শেরপুর ছাত্র সমাজের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত মধুপুরে এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এর আগমনে সংবর্ধনা

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ত্রিমাত্রিক: তথ্যমন্ত্রী

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ত্রিমাত্রিক: তথ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বাংলাদেশ ও চীনের মধ্যকার সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই দেশের মধ্যে এখন ‘ত্রিমাত্রিক সম্পর্ক’ বিরাজমান। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘চীনা ও বাংলাদেশিদের ক্যামেরায় সুন্দর মুহূর্ত: আলোকচিত্র প্রদর্শনী ও চীনা চলচ্চিত্র সপ্তাহ’ এর উদ্বোধনী আসরে এসে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মানুষে মানুষে সম্পর্ক হাজার বছরের পুরনো। দুই দেশের রাষ্ট্র ও সরকারের মধ্যেও সম্পর্কের সেতু বন্ধন রচিত হয়েছে। তাই বলা যায় দুই দেশের মধ্যে সম্পর্ক এখন ত্রিমাত্রিক। চীন যখন দারিদ্র্য বিমোচনের নতুন পন্থা অবলম্বন করতে যাচ্ছে, তখন সেই অভিজ্ঞতা বাংলাদেশও কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেন জাসদ একাংশের সভাপতি ইনু। বাংলাদেশ ও চীনের পর্যটক, সৌখিন ও পেশাদার আলোকচিত্রীদের পাশাপাশি দুই দেশের দূতাবাস কর্মকর্তাদের তোলা ছবি নিয়ে সাজানো হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। এতে উঠে এসেছে দুই দেশের ভূপ্রকৃতি আর মানুষের জীবনযাপনের গল্প। উন্নয়নমূলক নানা কর্মকা-ের পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনীতে উঠে এসেছে নারী ও শিশুদের সামাজিক অবস্থানের কথাও। ইনু বলেন, ছবি সবসময় সঠিক কথা বলে। ইতিহাসকে সঠিকভাবে চিত্রায়িত করে, এতে লুকোছাপার কিছু নেই। এই আলোকচিত্র প্রদর্শনী দুদেশের জীবনযাত্রার কথা তুলে ধরে দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে দেবে। বাংলাদেশের চীনা দূতাবাসের সঙ্গে যৌথভাবে সপ্তাহব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করেছে চীন আন্তর্জাতিক বেতার-সিআরআই, চীনা চলচ্চিত্র মহাফেজখানা, বাংলাদেশে প্রবাসী চীনাদের সংস্থা। সহযোগিতায় ছিল সিআরআই, এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম ও চায়না ডটকম।

Share Button

     এ জাতীয় আরো খবর