October 13, 2024, 3:16 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

নাম্বার ওয়ান হিরো

নাম্বার ওয়ান হিরো

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

একজন নায়ক তার প্রচেষ্টায় সিনেমা ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন বছরের পর বছর ধরে এমন নজির খুব বেশি নেই। অথচ শাকিব খান এই কাজটা প্রায় এক দশক ধরে করছেন। এখনো বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সাফল্য-ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে তার ওপর। গত এক যুগ ধরেই তিনি ঢালিউডের ‘হিরো নাম্বার ওয়ান’। পরিচালক সোহানুর রহমান সোহান ১৯৯৯ সালে নিয়ে এলেন মাসুদ রানা নামক একটি ছেলেকে। নারায়ণগঞ্জের মাসুদ রানা তখন নাম বদলে শাকিব খান হয়ে যান। প্রায় একইসঙ্গে দুটো সিনেমার শুটিং শুরু করেছিলেন শাকিব। সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’, আর আফতাব খান টুলুর ‘সবাই তো সুখী হতে চায়’।

‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পেয়েছিল সে বছরের মে মাসে। ছবিটা ব্যবসায়িকভাবে খুব সফল ছিল না। তবে দর্শকের মনে ছোট্ট একটা জায়গা করে নেন শাকিব। সেটাই শুরু। এরপরের গল্প শুধুই সাফল্যের। ক্যারিয়ারের প্রায় ২০টা বছর পার করেছেন শাকিব খান। বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির হাল ধরেছেন শক্ত হাতে। একটা সময়ে আমাদের দেশে ১০০০-১২০০ সিনেমা হল ছিল। এখন আড়াইশ’ও নেই। এই হলগুলোর মধ্যে অন্তত অর্ধেকের টিকে থাকার পেছনে গত ১০ বছরে শাকিবের একটা বড় অবদান আছে। সেটা কেউ স্বীকার করুক আর নাইবা করুক। শাকিব এখন শুধু এদেশেই নন, ভারতেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে একের পর এক সাফল্য অর্জন করেছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও শক্ত অবস্থান এখন শাকিবের।

Share Button

     এ জাতীয় আরো খবর