October 13, 2024, 1:23 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক কুড়িগ্রাম পৌরসভার সড়ক যেন মৃত্যু ফাঁদ জয়পুরহাটের ক্ষেতলালে ৪০টি মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা চার দিনের টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

চলচ্চিত্রের অপেক্ষায় এলভিন

চলচ্চিত্রের অপেক্ষায় এলভিন

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ছোট পর্দার তন্বী অভিনেত্রী তাসনোভা এলভিন। এখন অভিনয়ই তার পেশা। গেল ঈদে অমি পরিচালিত ‘জাস্ট চিল’ নাটকটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। তাসনোভা এলভিন যদিও এখন নাটকে ব্যস্ত কিন্তু চলচ্চিত্র অভিনয়েই তার আগ্রহ ব্যাপক। গল্প এবং মনের মতো চরিত্র পেলে কাজ করতে চান চলচ্চিত্রে। সেই অপেক্ষায় আছেন তিনি। এদিকে, এলভিন নিয়মিত চারটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকগুলো হচ্ছে- আমিরুল ইসলাম অরুণের ‘খানদানী মঞ্জিল’, হিমেল আশরাফের ‘কাঁচের পুতুল’, কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ এবং বিপ্লব হায়দারের ‘ডিগবাজি’।

এলভিন বলেন, আমি যে ধারাবাহিকগুলোতে কাজ করছি সেসবের প্রত্যেকটিতেই আমার চরিত্র খুব গুরুত্বপূর্ণ। যে কারণে প্রতিটি নাটকে কাজ করেই আমি তৃপ্ত। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে এলভিন বলেন, অবশ্যই একজন শিল্পী হিসেবে আমার স্বপ্ন আছে চলচ্চিত্রে অভিনয় করার। যেদিন ব্যাটে বলে সব মিলে যাবে সেদিনই কাজ করবো। আর সেই অপেক্ষাতেই আছি। প্রসঙ্গত, তাসনোভা এলভিন সম্প্রতি সজলের বিপরীতে তপু খানের নির্দেশনায় ‘রাতের গাড়ি’ শীর্ষক একটি নাটকের কাজ শেষ করেছেন। অচিরেই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এলভিন জানান, শিগগিরই তিনি নতুন একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবেও কাজ করতে যাচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর