আইপ্যাড ব্যাটারি বিস্ফোরণে বন্ধ অ্যাপল স্টোর
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
আইপ্যাডের ব্যাটারি বিস্ফোরিত হওয়ার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে নেদারল্যান্ডস-এর রাজধানী অ্যামস্টারডাম-এর একটি অ্যাপল স্টোর।
আইপ্যাডের ব্যাটারি বিস্ফোরিত হয়ে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছড়ানোয় স্টোরটি বন্ধ করে দেওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।
এ ঘটনার পর স্টোরের তিন কর্মীর শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছিল বলে জানানো হয়েছে। পরবর্তীতে তাদের চিকিৎসাও দেওয়া হয়েছে।
রোববার অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়, “রাসায়নিক দ্রব্য ছড়িয়ে পড়ায় স্টোরটি বন্ধ করা হয়েছে, অগ্নি নির্বাপন কর্মীরা ভেতরের বায়ু এবং ক্ষতিকর বাষ্প বের করতে কাজ করছেন।”
ব্যাটারি বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে এটি বালুর সঙ্গে একটি কন্টেইনারে রেখে দেন অ্যাপল কর্মী এবং অগ্নি নির্বাপন কর্মীদের খবর দেওয়া হয়।
ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও অস্পষ্টই রয়ে গেছে।
আগের বছর থেকে কম মূল্যে আইফোনের ব্যাটারি পরিবর্তন শুরু করেছে অ্যাপল। আইপ্যাডের সঙ্গে এর কোনো সম্পর্ক না থাকলেও আগের মাসগুলোতে এ ধরনের আরও কিছু ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চলতি বছর আইফোন ব্যাটারি দুর্ঘটনার কারণে সুইজারল্যান্ড ও স্পেন-এর অ্যাপল স্টোর বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারের মতোই আগেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কর্মীরা সে সময়ে সামান্য দগ্ধ হয়েছিলেন।
আগের সপ্তাহেই চীনে একটি চলন্ত গাড়িতে আইফোন ৬ বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইইসি মিডিয়া।
বিস্ফোরণের এই ঘটনা গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়েছে। এতে দেখা গেছে বিস্ফোরণের পর আতঙ্কে চিৎকার করছেন এক নারী।