১০ দিনে নয় হাজার অগ্রিম বুকিং হুয়াওয়ে নোভা থ্রিআই কিনতে
ডিটেকটিভ নিউজ ডেস্ক
মাত্র ১০ দিনে প্রায় নয় হাজার আগ্রহী ক্রেতা হুয়াওয়ে নোভা থ্রিআই কিনতে অগ্রিম বুকিং দিয়েছেন, যা দেশের বাজারে নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছে হুয়াওয়ে।
হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অগ্রিম বুকিং দেওয়া ক্রেতাদের হাতে নতুন নোভা থ্রিআই তুলে দেন হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ)-এর কান্ট্রি ডিরেক্টর অ্যারন।
গত ১ আগস্ট থেকে অগ্রিম বুকিং চালু করে হুয়াওয়ে।
অ্যারন বলেন, “নোভা থ্রিআই-তে কর্মক্ষমতার পাশাপাশি আমরা অধিক রম বা মেমোরিতে বেশি প্রাধান্য দিয়েছি। ইতোমধ্যে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ক্রেতাদের অভূতপূর্ব সাড়া পাওয়ার আমরা কৃতজ্ঞ। আমাদের বিশ্বাস হুয়াওয়ে নোভা সিরিজের এ ফোনটি আরও একবার দেশের বাজারে আলোড়ন সৃষ্টি করবে।”
হুয়াওয়ে জানায়, ২৮ হাজার ৯৯০ টাকায় হুয়াওয়ে নোভা থ্রিআই কিনলে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যবহারকারীরা পাবেন ১০ দিন মেয়াদী ৫ জিবি ইন্টারনেট বান্ডেল একদম ফ্রি।
এছাড়াও হুয়াওয়ে নোভা থ্রিআই কেনায় বিভিন্ন ব্যাংকের কার্ডে ০% ইন্টারেস্ট বা সুদে ৬ মাসের ইএমআই সুবিধা রেখেছে হুয়াওয়ে।
মাত্র ৬০০ টাকা পরিশোধ করলে পাওয়া যাবে এক বছরের বদলে দুই বছরের বিক্রয়োত্তর সেবা গ্রহণের সুযোগ।
৬৪টি জেলার সকল হুয়াওয়ে ব্র্যান্ড শপ এবং অনুমোদিত মোবাইল আউটলেট থেকে হুয়াওয়ে নোভা থ্রিআই কিনতে পারবেন ক্রেতারা।