আসছে অ্যাপল’র সরু বেজেলের আইপ্যাড প্রো!
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
নতুন আইপ্যাডে বেজেলের আকার কমাতে পারে অ্যাপল, বেশ কিছুদিন ধরেই চলে আসছে এমন গুজব। এবার আইওএস ১২ ডেভেলপার বেটা ৫ সংস্করণেও পাওয়া গেছে এমন ইঙ্গিত।
আইফোন ঢ-এর মতোই চারপাশে সামান্য বেজেল রাখা হতে পারে নতুন আইপ্যাড প্রো-তে। তবে এতে রাখা হবে না কোনো নচ।
অ্যাপলবিষয়ক খবরের সাইট ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে বলা হয়, নীল রঙের আইওএস ১২ আইকনে দেখা গেছে নতুন আইপ্যাড প্রো-তে রয়েছে সরু বেজেল এবং চারপাশে বেজেলের পরিমাণ রাখা হয়েছে সমান।
বর্তমান আইপ্যাডের আইকনে নিচে হোম বাটন এবং ওপরে ক্যামেরা দেখা গেছে। নতুন আইপ্যাডের আইকনে কোনো হোম বাটন দেখা যায়নি।
আগের বছর অ্যাপল হোমপডের ফার্মওয়্যার আপডেটে নতুন আইফোন ঢ-এর নকশা ফাঁস হয়েছিল। তাই ধারণা করা হচ্ছে এবারও আইওএস ১২ আইকনের সঙ্গে মিল পাওয়া যাবে নতুন আইপ্যাডের– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
নতুন আইপ্যাড প্রো ডিভাইসে ফেইস আইডি যোগ করা হবে বলেও গুজব রয়েছে। আইকনে হোম বাটন বাদ দেওয়ায় সেটিও কিছুটা নিশ্চিত হওয়া গেছে। তবে, আইফোন ঢ-এর মতো নচ না রাখায় প্রশ্ন থেকেই যাচ্ছে।