ঝড়ে ইউরোপে ৫ জনের মৃত্যু
ডিটেকটিভ নিউজ ডেস্ক
জার্মানি, পোল্যান্ড ও চেকপ্রজাতন্ত্রে ঝড়ে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
বিবিসি জানায়, জার্মানিতে ৬৩ বছরের এক বৃদ্ধ ঝড়ের সঙ্গে উঠে আসা জলোচ্ছ্বাসে ভেসে গেছেন। বাকি চারজন গাছের নিচে চাপা পড়ে মারা গেছে।
ঘণ্টায় ১৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঝড়টি চেকপ্রজাতন্ত্রে আঘাত হানে। সেখান হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পোল্যান্ডেও একই অবস্থা বলে জানায় বিবিসি।
ঝড়ের সঙ্গে উঠে আসা জলোচ্ছ্বাসে জার্মানির হামবুর্গ শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেখানে কোথাও কোথাও রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
ঝড়ের কারণে চেকপ্রজাতন্ত্রেও সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।
মধ্য ও উত্তর ইউরোপের দেশগুলোতে ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।