হুয়াওয়ে, স্যামসাংয়ের আগেই আনবে ভাঁজযোগ্য স্মার্টফোন
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে আনার প্রতিযোগিতায় স্যামসাংকে ছাড়িয়ে যাওয়ার প্রয়াশ করছে হুয়াওয়ে। চলতি সপ্তাহে ভাঁজযোগ্য স্মার্টফোনের ধারণা দেখিয়েছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি।
নমনীয় পর্দার দিক থেকে বরাবরই এগিয়ে রয়েছে স্যামসাং ডিসপ্লে। বৃহস্পতিবার ভাঙ্গবে না এমন ওলেড পর্দার মার্কিন অনুমোদনও পেয়েছে স্যামসাং।
ভাঁজযোগ্য স্মার্টফোনের জন্য আরেক চীনা প্রতিষ্ঠান বিওই-এর নমনীয় পর্দা ব্যবহার করতে যাচ্ছে হুয়াওয়ে। এই পর্দা দিয়ে সীমিত পরিমাণে স্মার্টফোন বানানোর পরিকল্পনা রয়েছে হুয়াওয়ের। বিশ্লেষকদের ধারণা সামনের বছরের শুরুতেই ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে।
বেইজিং ওরিয়েন্টাল ইলেক্ট্রনিকস নামে পরিচিত বিওই। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে দ্রুত বেড়েছে প্রতিষ্ঠানের পর্দা ব্যবসা।
ইতোমধ্যে অ্যাপল আইফোনের জন্য কিছু সংখ্যক এলসিডি পর্দা সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এবার ওলেড উৎপাদন এবং উদ্ভাবনের দিকে নজর দিচ্ছে তারা।
নতুন পর্দা প্রযুক্তি থেকে ধারণা করা হচ্ছে প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোনের খেতাব পেতে জোড়ালোভাবেই প্রতিযোগিতায় নেমেছে হুয়াওয়ে।
ভবিষ্যতের স্মার্টফোনগুলোতে আরও নতুন কিছু পর্দা প্রযুক্তি দেখা যেতে পারে। নতুন আইফোনে স্যাফায়ার ক্রিস্টাল পর্দা ব্যবহার করা হতে পারে বলেও গুজব রয়েছে। এর আগে হুয়াওয়ে অ্যাসেন্ড পি৭ স্যাফায়ার স্মার্টফোনে এমন ধরনের পর্দার ব্যবহার দেখা গেছে।