তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি ৪.১৬ কোটি
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
৩১ জুলাই শেষ হতে যাওয়া অ্যাপলের তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রির সংখ্যা দাঁড়াতে পারে ৪.১৬ কোটি।
বিশ্লেষকের বরাত দিয়ে ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকে আইফোন বিক্রি সংখ্যার ধারণা দিয়েছে অ্যাপলবিষয়ক খবরের সাইট অ্যাপল ইনসাইডার।
“গণনা অনুযায়ী এক বছর আগের চেয়ে আইফোন বিক্রি বাড়তে পারে তিন শতাংশ,” বৃহস্পতিবার প্রতিবেদনে এমনটাই জানিয়েছে অ্যাপল ইনসাইডার।
ভেনচার ক্যাপিটাল প্রতিষ্ঠান লুউপ ভেনচারস-এর বিশ্লেষক জিনি মুনস্টার বলেন, সংখ্যাটি কিছুটা কম হতে পারে কিন্তু ওয়াল স্ট্রিট-এর ৪.২ কোটির ধারণার সঙ্গে “মিল থাকবে”।
মুনস্টার আরও বলেন, ক্রমেই স্থিতিশীল হয়ে দাঁড়াচ্ছে আইফোন ব্যবসা, হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যারের মতো বেশি কার্যকরিতা দেখাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, আইফোন ব্যবসার স্থিতিশীলতা থেকে ধারণা করা হচ্ছে সামনের কয়েক বছরে আইফোন বিক্রির হার ধীর গতিতে হলেও বাড়বে।
মুনস্টার-এর ধারণা মতে, জুন প্রান্তিকে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির সেবা আয় বাড়তে পারে ১৯ শতাংশ।
প্রথাগতভাবে হার্ডওয়্যার ব্যবসার ওপরই বেশি নির্ভর করে অ্যাপল। কিন্তু সাম্প্রতিক সময়ে অ্যাপল, মিউজিক, আইক্লাউড এবং অ্যাপ স্টোর থেকেও ভালো আয় করেছে তারা।
২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে ৫.২২ কোটি আইফোন বিক্রি করেছিল অ্যাপল। সে তুলনায় তৃতীয় প্রান্তিকে বিক্রি কমছে আইফোনের। কিন্তু এক বছর আগের একই প্রান্তিকের চেয়ে তিন শতাংশ বাড়তে পারে বিক্রি।
নতুন আইফোন উন্মোচনের আগ মুহুর্তে তৃতীয় প্রান্তিকে সাধারণত কমই থাকে আইফোন বিক্রির সংখ্যা এবং আয়।