কোটি ডলার খরচ পরিবারের নিরাপত্তায়
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
প্রতিষ্ঠান প্রধান মার্ক জাকারবার্গের পরিবারের নিরাপত্তা বাড়াতে শুল্ক-পূর্ববর্তী ভাতায় বছরে এক কোটি মার্কিন ডলার ব্যয়ের অনুমোদন দিয়েছে ফেইসবুক।
বৃহস্পতিবার এসইসি নথিতে এ খবর জানানো হয়েছে। আগের বছর জাকারবার্গের নিরাপত্তায় ব্যয় হয়েছে মোট ৭৩ লাখ মার্কিন ডলার। এ বছর ভাতার পরিমাণ আরও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি– খবর সিএনবিসি’র।
নথিতে ফেইসবুক জানায়, “জাকারবার্গের সার্বিক নিরাপত্তায় চলমান ভাতার সঙ্গে বাড়তি অর্থ যোগ হচ্ছে। এর মাধ্যমে তার নিরাপত্তা কর্মকর্তাদের খরচ, বাড়িতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বসানো ও সেগুলোর তদারকি এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যক্তিগত প্লেন ব্যবহারের খরচ রয়েছে।”
ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, জাকারবার্গকে দেওয়া এই ভাতা তিনি নিরাপত্তা কর্মীদের বেতন, যন্ত্রাংশ, সেবা, বাসস্থানের উন্নতি এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারেন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তারা ফেইসবুকে জাকারবার্গের “পদ এবং গুরুত্ব বিবেচনায় নিয়েছে, এর সঙ্গে তার বেতনও, আগের বছর যা ছিল এক ডলার।”
“কমিটি মনে করে তার এই বাড়তি ভাতার সঙ্গে জাকারবার্গের চলমান সার্বিক নিরাপত্তা ব্যয় যথাযথ এবং এই পরিস্থিতিতে জরুরী,”– এসইসি নথি।
২০১৫ সাল থেকে বেড়ে চলেছে জাকারবার্গের ব্যক্তিগত নিরাপত্তা ভাতা। সে বছর তার নিরাপত্তা ভাতার পরিমাণ ছিল ৪২ লাখ মার্কিন ডলার।
ফেইসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের জন্যও অনুমোদিত নিরাপত্তা প্রোগ্রাম রয়েছে। আগের বছর তার নিরাপত্তা ব্যয় ছিল ২৭ লাখ মার্কিন ডলার।