December 25, 2024, 9:43 pm

সংবাদ শিরোনাম
১১ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির আইন সম্পাদক লিয়াকত সাজাভোগের শেষে ভারত থেকে দেশে ফিরলো ২৬ বাংলাদেশি পুরুষ -নারী বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

এ বছরেই প্রতি ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট: জব্বার

এ বছরেই প্রতি ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট: জব্বার

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দুর্গম ৭৭২টি ইউনিয়নসহ দেশের প্রতিটি ইউনিয়নে চলতি বছরের শেষ নাগাদ দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছাবে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) এক অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন তিনি।

মন্ত্রী বলেন, “এ বছরের শেষ নাগাদ বাংলাদেশের এমন কোনও ইউনিয়ন থাকবে না, যেখানে দ্রুতগতির ইন্টারনেট থাকবে না। প্রত্যেকটি ইউনিয়নে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাব আমরা। দুর্গম ৭৭২টা ইউনিয়নেও ইন্টারনেট পৌঁছাব।”

অনুষ্ঠানে নারীর ক্ষমতায়নে দেশের প্রথম অনলাইনভিত্তিক চাকরির মার্কেটপ্লেস ‘দ্য টু আওয়ার জব ডটকম’ র আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোস্তাফা জব্বার।

এই ওয়েবসাইটের মাধ্যমে নারীরা ঘরে বসেই বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়িক চাহিদা পূরণে পেশাগত সেবা দিতে পারবেন।

‘দ্য টু আওয়ার জব ডটকম’ প্লাটফর্মটি মেয়েদের আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

নারীরা সন্তান ধারণ ও লালন-পালনের সময় ইচ্ছে হলেও অফিসে গিয়ে কাজ করতে পারেন না জানিয়ে তিনি বলেন, “এই সময়গুলোতে কর্মক্ষেত্রে পৌঁছানোর সময় আর হয়ে ওঠে না। আমরা যেহেতু ডিজিটাল যুগে বাস করছি, প্রতিবন্ধকতাগুলো অতিক্রান্তের মতো অবস্থা হয়েছে।

“এখন অফিস করা মানে ফিজিক্যালি অফিসে থাকতে হবে এমন কোনো কারণ নাই। আগামি দশ বছরে এই ফিজিক্যাল উপস্থিতির ব্যাপারটা একেবারে বিলুপ্তির দিকে যাবে। আমরা এটা খুঁজেও পাব না যে, আমরা ফিজিক্যালি উপস্থিত হয়ে কাজ করছি কি না।”

মাতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন পরিস্থিতি সমাধানের জন্য ‘দ্য টু আওয়ার জব ডটকম’র মাধ্যমে নারীরা উপকৃত হবেন বলেও মনে করেন তিনি।

মোস্তাফা জব্বার বলেন, “দ্য টু আওয়ার জব ডটকমে কাজের ক্ষেত্রটির জন্য কোনও বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। একেবারে সাধারণ গ্রাফিক্স জানা মেয়েরাও এখানে কাজ করতে পারবে। বাচ্চাটাকে কোলে নিয়ে সে মাউসটা হাতে নিয়ে তার ক্লায়েন্টের কাজটা করে দিতে পারে।

“বাড়িতে বসে যাঁরা কাজ করতে চায় তাদের জন্য এই উদ্যোগ একটি শূন্যস্থান পূরণ করা।”

আইসিটি মন্ত্রণালয় থেকে ‘দ্য টু আওয়ার জব ডটকমকে’ দুই কিস্তিতে ১০ লাখ টাকার অনুদান দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে দ্য টু আওয়ার জব ডটকম প্লাটফর্মের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার বলেন, “নারীদের শিক্ষার হার বাড়ছে। কিন্তু একদিকে ক্যারিয়ার আর অন্যদিকে পারিবারিক চাপের কারণে অনেক মেয়ের স্বপ্ন পূরণ হয় না।

“পরিবার আর ক্যারিয়ার এই দুটি একসাথে করার জন্য সমাধান খুঁজছিলাম আমরা। আমাদের এই টেকনোলোজিক্যাল প্লাটফর্মটি দক্ষ নারীর জন্য ঘরে বসেই চাকরির সুযোগ তৈরি করে দেবে।”

২৯ জানুয়ারি থেকে এই চাকরির মার্কেটপ্লেসটি যাত্রা শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “এ প্লাটফর্মে ৪৭টি চাকরির ক্যাটাগরিতে মোট এক হাজার ৯৫০ জন দক্ষ নারী নিবন্ধিত রয়েছেন, যাঁরা ব্যবসায়িক প্রতিষ্ঠান, এজেন্সি, ই-কমার্স, স্টার্টআপসহ বিভিন্ন উদ্যোগে নিজেদের দক্ষতা অনুযায়ী সেবা দিতে প্রস্তুত আছেন।

“এটি সাশ্রয়ী পারিশ্রমিকে কর্মী পেতে বিভিন্ন প্রতিষ্ঠানকেও সাহায্য করবে।”

ব্লগ লেখা থেকে শুরু করে ওয়েবসাইট তৈরি, অডিও অ্যান্ড ভিডিও সাপোর্ট, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস, প্রোগ্রামিং অ্যান্ড টেকনোলোজি, প্রফেশনাল অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং, বিজনেস থেকে শুরু করে লিগ্যাল সাপোর্ট পাওয়া যাবে এই অনলাইনভিত্তিক জব মার্কেটপ্লেসে।

যে কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তি এই পোর্টালে ভিজিট করে নিবন্ধন ও লগইন করে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন। এছাড়াও ওয়েবসাইটটিতে ব্যাংক ট্রান্সফার, ভিসা মাস্টারকার্ড অথবা বিকাশের মাধ্যমে পারিশ্রমিক পরিশোধের ব্যবস্থা রয়েছে।

অনুষ্ঠানে লেভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট অ্যান্ড গর্ভন্যান্সের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, বাংলাদেশ ইন্টেলেকচ্যুয়াল প্রোপার্টি ফোরামের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার হামিদুল মিসবাহ, ইউনিলিভার পণ্য ভিমের ব্র্যান্ড ম্যানেজার নুসরাত খন্দকার, ওমেন অ্যান্ড ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা নুসরাত আক্তার নিশা, স্টার্টআপ বাংলাদেশের আইসিটি বিভাগের বিনিয়োগ উপদেষ্টা টিনা জাবীন উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর