ডিটেকটিভ নিউজ ডেস্ক
শনিবার মিয়ানমারের পুলিশ জানিয়েছে, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার এই দুই সাংবাদিক শুক্রবার রাজধানী নাইপেদোর সংসদ ভবন এলাকায় একটি ড্রোন উড়িয়েছেন। ড্রোনটি উড়ার খুব স্বল্প সময়ের মধ্যেই তাদের আটক করা হয়।
এ সময় এই দুই সাংবাদিকের মিয়ানমারের সহযোগী এবং গাড়িচালককেও আটক করা হয়।
জিবু তিরি স্টেশনের কর্মকর্তা সান অং জানান, আটক সাংবাদিকদের বিরুদ্ধে আমদানি-রপ্তানি আইনে অভিযোগ আনা হয়েছে। কারণ তারা রাষ্ট্রীয় অনুমতি ছাড়া ড্রোন নিয়ে মিয়ানমারে এসেছেন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় অন্তত ২০ জন পুলিশ এই দুই সাংবাদিকের সহযোগী মিয়ানমারের নাগরিক অং নাং সোয়ের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তারা সোয়ের কম্পিউটার এবং হার্ডডিস্ক জব্দ করে নিয়ে যায়।