September 8, 2024, 8:55 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

গাজীপুরে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি ঘোষণা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদাত্তি এলাকায় হা-মীম ডিজাইন লিমিটেড নামক একটি পেশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার জন্য কারখানাটি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানার দায়িত্বে থাকা এডমিন কর্মকর্তা মেহেদী হাসান জানান, গত সোমবার কারখানার এক শ্রমিক মারা যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে নিহতের আত্মার মাগফিরাত কামনা করে কারখানার ভেতর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। একপর্যায়ে ৪-৫ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের কারখানার মেডিকেল সেন্টারে এবং পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ ঘটনায় মঙ্গলবারের জন্য কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. সাদেকুর রহমান বলেন, হা-মীম ডিজাইন লিমিটেড কারখানার ৫৪ জন শ্রমিক গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত চিকিৎসা নিয়েছেন। শ্রমিকের সংখ্যা আরো বাড়তে পারে। অসুস্থদের বেশিরভাগ শ্বাসকষ্টে রোগে আক্রান্ত ছিলো। তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে জানান তিনি। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড. শারমীন বলেন, এ পর্যন্ত প্রায় ৬০ জন শ্রমিক এখানে চিকিৎসা নিয়েছে। এদের অনেকের শরীর দুর্বলতা, হার্টের সমস্যা ও শ্বাসকষ্টের রোগী। অনেকেই স্যালাইন দেওয়ার পর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেকুর রহমান জানান, হা-মীম ডিজাইন লিমিটেড কারখানার ৬৪ জন শ্রমিক অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৭জনকে ঢাকা পাঠানো হয়েছে, চারজন ভর্তি রয়েছেন এবং বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের অনেকের দুর্বলতা, হার্টের সমস্যা ও শ্বাসকষ্টের রোগী। এদিকে, কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালের এ ঘটনার পর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জামিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ওই এলাকায় হা-মীম ডিজাইন লিমিটেড পোশাক কারখানার অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার পর গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ। আগামি ৭ কার্য দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর