July 5, 2024, 12:01 pm

সংবাদ শিরোনাম
রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু অনুমোদনহীন বৃক্ষ মেলার নামে চলছে বিনোদন ও বানিজ্য মেলা।অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা কুলাউড়ার রাবেয়া প্রাথমিকের বন্যার্তদের মাঝে বিএনপির ফ্রি ঔষধ বিতরণ মানবিক কাজে জামায়াতে ইসলামী সব সময় জনগণের পাশে আছে –এডঃ এহসানুল মাহবুব জুবায়ের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে জরিমানা রংপুর বিভাগে ৩য় ও ৪র্থ ধাপের উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ গ্রহণ নবীগঞ্জের এক শিশু লেখা পড়া করে শিক্ষিত হতে চায়- টাকার অভাবে স্কুল ফাঁকি দিয়ে শাক- সবজি বিক্রয় করছে! ফরিদপুরের নগরকান্দা এলাকায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামি সোহান শেখ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ জয়ন্তী আইডিয়াল ল্যাবঃ মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষায় সংবাদ সম্মেলন পটুয়াখালীতে ধরা পড়ল ৪ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার

ঘরোয়া সমাধানে ভালো ঘুমের

ঘরোয়া সমাধানে ভালো ঘুমের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

দারুণ একটা ঘুম দিয়ে রাত পার করতে চান। তাহলে নানি-দাদির আমলের ঘরোয়া পদ্ধতি অনুসরণ করুন।

অস্থির শহুরেজীবনে অনেকেরই ভালো ঘুম হয় না। অষুধ খেয়ে ঘুমানো শরীরের জন্যও ভালো না। তবে প্রাকৃতিক উপায়ে অনুসরণ করে আরামের ঘুম দেওয়া যায়।

প্রচলিত এসব পদ্ধতি নিয়ে স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় দুধ, লেটুসপাতা কিংবা দারুচিনি ভালো ঘুমের সহায়ক।

অনিদ্রা প্রতিকারে দুধ

ঘুমানোর আগে এক কাপ গরম দুধ ভালো ঘুম হতে সাহায্য করে; এটা সবারই জানা। তবে এমন কিছু ভেষজ উপাদান ও মসলা আছে যা দুধের কার্যকারিতাকে বাড়াতে সাহায্য করে।

দারুচিনি: ১/৪ চা চামচ দারুচিনির গুঁড়া এক কাপ দুধের সঙ্গে মেশান এবং  ঘুমাতে যাওয়ার আধ ঘণ্টা আগে পান করুন। রাতে ভালো ঘুম হবে।

জায়ফল: এক কাপ গরম দুধে এক চা-চামচ জায়ফলের গুঁড়া মেশান এবং ঘুমাতে যাওয়ার আগে পান করুন। চাইলে তাজা জায়ফল এক কাপ গরম পানি বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

জাফরান: এক কাপ গরম দুধে জাফরানের কয়েকটি আঁশ নিয়ে ঘুমাতে যাওয়ার আগে পান করুন।

মসলা চা

অনিদ্রা দূর করতে মসলা চা খুব ভালো কাজ করে। এ ছাড়া তৈরি করতে পারেন লেটুস পাতার চা।

লেটুস চা: লেটুস পাতায় আছে শক্তিশালী উপাদান যা উদ্বেগ ও অনিদ্রা দূর করতে সাহায্য করে।

পদ্ধতি- গরম পানিতে কয়েকটি লেটুসের পাতা দিয়ে ফুটিয়ে এতে চা পাতা ও মধু মেশান। ঘুমাতে যাওয়ার আগে এই চা পান করুন, ঘুম ভালো হবে।

কলা

কলাতে ট্রিপ্টোফান নামক উপাদান থাকে যা সেরোটোনিনের মাত্রা বৃদ্ধির মাধ্যমে সহজে ঘুমাতে সাহায্য করে। এই ফলের ক্যালসিয়াম, লৌহ, পটাসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদানও ভালো ঘুমের সহায়ক।

গরম পানিতে গোসল

ঘুমাতে যাওয়ার আগে গরম পানিতে গোসল করা ঘুম ভালো হতে সাহায্য করে। গরম পানিতে গোসল করা হলে তা শরীর ও স্নায়ুকে আরাম দেয়। কার্যকারিতা বাড়াতে গরম পানিতে কয়েক ফোঁটা পছন্দসই এসেন্সিয়াল তেল মেশাতে পারেন।

অ্যাপল সাইডার ভিনিগার ও মধু

এই ভিনিগারে অ্যামিনো অ্যাসিড থাকে যা ভালো ঘুম হতে সাহায্য করে। মধুতে আছে বিশ্রামদায়ক উপাদান এবং এটা মস্তিষ্ক থেকে সেরোটোনিন নামক উপাদান নিঃসরণে সাহায্য করে, ফলে ঘুম ভালো হয়।

ঘুমাতে যাওয়ার আগে, এক কাপ গরম পানিতে দুই টেবিল-চামচ মধু ও অ্যাপল সাইডার ভিনিগার মিশিয়ে পান করুন।

ছবি: রয়টার্স ও নিজস্ব।

Share Button

     এ জাতীয় আরো খবর