October 10, 2024, 5:25 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

আসছে ঈদে ছয় শতাধিক নাটক

আসছে ঈদে ছয় শতাধিক নাটক

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

দরজায় টোকা দিচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলো আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানগুলোর মধ্যে দর্শকের চোখ বরাবরই থাকে টিভি নাটকের দিকে। দেশের ২৩টি টিভি চ্যানেলে ঈদে প্রায় ছয় শতাধিক নাটক প্রচার হবে বলে জানা যায়। তবে এবারের টিভি নাটকে দর্শকের কিছুটা ভাটাও পড়বে বলে অনেক নির্মাতা ও শিল্পী আশঙ্কা করছেন। কারণ, একই সময়ে ঈদ এবং বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ায় খেলার সময় দর্শকের চোখ থাকবে খেলার দিকেও।

এদিকে অনেক নির্মাতা বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করেই নির্মাণ করছেন ঈদের নাটক। দর্শক একইসঙ্গে যেন দুটি বিষয় উপভোগ করতে পারেন সেই ভাবনা থেকেই নির্মাতারা বিশ্বকাপ ফুটবল নিয়ে নাটক নির্মাণ করছেন বলে জানান। এসব নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনয় শিল্পীদের। বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হলো আবু হায়াত মাহমুদের সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘ফেয়ার প্লে’। এটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী ও তিশা। সাজ্জাদ সুমনের ‘ফুটবল ফারুক’। এটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আরফান, অপর্ণা ঘোষ, মুনিরা মিঠু, তৌসিফ মাহবুব ও সালহা খানম নাদিয়া প্রমুখ। এস এ হক অলীকের ‘ফুটবলে প্রেম’। এটিতে দেখা যাবে অপূর্ব, এভ্রিল ও চৈতিকে। জয়ন্ত রোজারিওর ‘প্র্যাকটিকাল অ্যাকশন’। এটিতে অভিনয় করেছেন ফারুক আহমেদ, মাইশা খন্দকার। এস আর সোহেলের ‘বিয়ে বিভ্রাট’। এটিতে থাকছেন জাহিদ হাসান ও মুনিরা মিঠু। ঈদের নাটকে জনপ্রিয় অভিনয় শিল্পীদের মতো পিছিয়ে নেই জনপ্রিয় নির্মাতারাও। তারা থাকছেন একাধিক নাটক নির্মাণের মধ্য দিয়ে। এবার ঈদে জনপ্রিয় নির্মাতা সাগর জাহান থাকছেন ‘মাহিনের লাল ডায়েরি’, ‘দুলু বাবুর্চি’, ‘ফ্যাটম্যান’, ‘মাছের দেশের মানুষ’সহ একাধিক নাটক নিয়ে। নির্মাতা শিহাব শাহিন ঈদের জন্য চারটি নাটক নির্মাণ করছেন। এরইমধ্যে দুটি নাটক নির্মাণ শেষ করেছেন। নাটক দুটি হলো ‘বন্ধন’ ও ‘বিনি সুতার টান’। ‘গিফট’, ‘রুমকি খুঁজছি তোমায়’ ও ‘গুলনেহার’ টেলিছবি নিয়ে থাকছেন নির্মাতা অনিমেষ আইচ। ‘বড় ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবার ঈদের জন্য চারটি নাটক নির্মাণ করছেন বলেন জানান। ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা শামিম জামান ঈদের জন্য প্রায় দশটি নাটক নির্মাণ করছেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো দশ পর্বের ‘চুটকি ভা-ার-৫’, সাত পর্বের ‘চশমা পরিবার’ ও সাত পর্বের ‘ডলার’। একক নাটকগুলো হলো ‘ঘাওড়া মজিদ হানিমুনে’, ‘নুরা পাগলা’ ও ‘হটলার হারুন। ঈদে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে রয়েছেন, নুসরাত ইমরোজ তিশা, মোনালিসা, তানজিন তিশা, প্রসূন আজাদ, ভাবনা ও মৌসুমী হামিদ। ঈদে তিশাকে দেখা যাবে একাধিক নাটক-টেলিছবিতে। এরইমধ্যে তিনি জাকারিয়া সৌখিনের ‘শহরে নতুন প্রেমিক’, সাগর জাহানের ‘মাহিনের লাল ডায়েরি’ ও ‘মাছের দেশের মানুষ’, গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’,  আবু হায়াত মাহমুদের ‘তারামনের অভিপ্রয়াণ’ ও ইমরাউল রাফাতের ‘উত্তরাধিকার’ শীর্ষক টেলিছবির কাজ শেষ করেছেন। মোনালিসাকে দেখা যাবে জাহিদ হাসানের ‘যে মাসে সুখ থাকে’, শাখাওয়াত মানিকের ‘আমার বউ নায়িকা’, তানিন রহমানের ‘ভালোবাসা তোমার আমার’, রোকনের ‘ছুটির ফাঁদে’, মোরসালিন শুভর ‘কোম্পানির প্রচারের স্বার্থে’, মোস্তফা কামাল রাজের  ‘অনুভবে’ ও ‘কি জানি কি হয়’, আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছে যাবো’ শীর্ষক নাটকগুলোতে। তানজিন তিশাকে দেখা যাবে প্রায় এক ডজন নাটকে। তার অভিনীত নাটকগুলো হলো মাবরুর রশিদ বান্নার ‘ছাত্র’ ও ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’, রাহাত মাহমুদের ‘আমার দোসর যে জন’, রিংকুর ‘সিগন্যাল’, বিইউ শুভর ‘ভেতর বাহির’, বিপ্লবের ‘বাবাকে বলে দেবো’, আদিত্য জনির ‘অথৈ নিলিমা’। প্রসূন আজাদ এরইমধ্যে ঈদের জন্য শেষ করেছেন ‘কংকাবতির আংটি’, ‘সেভেনডেস নেপাল’, ‘খুঁজে ফিরি আপনায়’, ‘ওয়াও নেপাল’, ‘লাফিং বুদ্ধ’, ‘নেপাল স্ট্রেঞ্জার’, ‘তগদির’ ও ‘ব্ল্যাকমেইল’ সহ বেশ কিছু নাটকের কাজ। অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে দেখা যাবে অনিমেষ আইচের ‘গিফট’, সোহেল রানা ইমনের ‘মেঘ পিয়নের চিঠি’, সাগর জাহানের ‘দুলু বাবুর্চি’ ও তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’ অবলম্বনে একই নামে নির্মিত টেলিছবিতে। অভিনেত্রী মৌসুমী হামিদ এবার ঈদের জন্য শেষ করেছেন সালাউদ্দিন লাভলুর ‘ফেসবুকে বিবাহ’, সুমন আনোয়ারের ‘কমলার বনবাস’ এবং তিনটি ছয়পর্বের ধারাবাহিক। ধারাবাহিকগুলো হলো- সাইদুর রহমান রাসেলের নির্মাণে ‘ই ফর এডুকেশন’ এবং ‘পঞ্চপা-ব’। আর বরিশাল, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের ভাষা নিয়ে নির্মিত আবু হায়াত মাহমুদের হাসির ধারাবাহিক ‘বিএনসিসি’। জনপ্রিয় অভিনেতাদের মধ্যে রয়েছেন মোশাররফ করিম, সজল, অপূর্ব, আফরান নিশাসহ অনেকে। মোশাররফ করিমকে ঈদে দেখা যাবে সাগর জাহানের ‘মাহীনের লাল ডায়েরি’ ও ‘ফ্যাট মান’, মুরসালিন শুভর ‘তোমাকে চাই’ এবং জাকিউল ইসলাম রিপনের ‘প্রফেসর ডাবলু’ শীর্ষক নাটকগুলোতে। আফরান নিশোকেও দেখা যাবে সাজ্জাদ সুমনের ‘বুক পকেট’ ও ‘ক্লাসলেস মোখলেস’, সুমন আনোয়ারের ‘কমলার বনবাস’, মেহেদি হাসান জনির ‘সরল সোজা ছেলেটা’ ও ‘একটা প্রেমের গল্প বলবো’, বি ইউ শুভর ‘ভেতর বাহির’, হিমেল আশরাফের ‘লিফট ম্যান’ ও হাবিব শাকিলের ‘রাজ্জাক-সুচিত্রা’ শিরোনামের নাটকগুলোতে।  জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা যাবে সাগর জাহানের ‘নসু ভিলেন’, ও গোলাম সোহরাব দোদুলের ‘সুগন্ধি বোর্ডিং ও তুমি’সহ বেশ কিছু একক নাটকে। বড় ছেলেখ্যাত অপূর্বও গেল বছরের মতো এবারো দারুণ ব্যস্ত সময় পার করছেন ঈদের নাটকের কাজ নিয়ে। এরইমধ্যে তিনি শেষ করেছেন মিজানুর রহমান আরিয়ানের ‘প্রবাসী’, শিহাব শাহিনের ‘বন্ধন’, ও ‘বিনি সুতার টান’ শীর্ষকসহ বেশ কিছু নাটক-টেলিছবি। ‘লাভার বয়’খ্যাত সজল ঈদের জন্য শেষ করেছেন সহিদ উন নবীর ‘বাতাসে প্রেম ভাসে’, চয়নিকা চৌধুরীর ‘প্রত্যাশার চাঁঁদ রাত’, মোহন খানের রচনা ও পরিচালনায় ‘তোমাকেই খুঁজছি’, চয়নিকা চৌধুরীর ‘দ্বিতীয় যাত্রার আগে’, কৌশিক শংকর দাসের ‘ও ডেডি’ ও ‘আজাদ আল মামুনের ‘শেষ পৃষ্ঠা’। এই সময়ে ঈদের নাটক নিয়ে আরো ব্যস্ত সময় পার করছেন চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির, শবনম ফারিয়া, নাবিলা ইসলাম, অভিনেতা ইরফান সাজ্জাদ, জোভান ও তৌসিফসহ অনেকে।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর