October 10, 2024, 1:21 pm

সংবাদ শিরোনাম
বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা সংশোধন করিতে হবে – পর্ব ৯ আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি

‘সঞ্জু’ বাহিনীকে বাঁচালেন এ আর রাহমান

‘সঞ্জু’ বাহিনীকে বাঁচালেন এ আর রাহমান

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

বলিউডের খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানি ও অস্কারজয়ী সুর¯্রষ্টা এ আর রাহমান প্রথমবার জোট বাঁধলেন। ‘সঞ্জু’ তাদেরকে নিয়ে এলো একই শিবিরে। সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত ছবিটির ট্রেলারে উল্লেখ করা হয়েছে অতিথি সুরকার হিসেবে এ আর রাহমানের নাম। যদিও এর সংগীত পরিচালনা করেছেন রোহান-রোহান ও বিক্রম মনট্রস।

জানা গেছে, ছবিটির একটি গান নিয়ে প্রযোজক বিধু বিনোদ চোপড়ার অসন্তোষ ছিল। এ কারণে রাহমানের দরজায় কড়া নাড়তে হয়েছে তাদেরকে। ততদিনে গানটির শুটিং হয়ে গেছে। তাই আরেকটি গান বানিয়ে আবারও শুটিং করার সুযোগ ছিল না।

রাজকুমার হিরানি শেয়ার করেছেন, ‘এসব দৃশ্য দেখে নিজের ভাবনা থেকে নতুন একটি গান তৈরি করতে পারেন এমন একজনকে দরকার ছিল আমাদের। অসাধারণ দক্ষ কেউ ছাড়া এ কাজ করা কারও পক্ষে সম্ভব নয়। তাই রাহমানের নাম প্রস্তাব করেন বিধু। আমরা তাকে ফোন করতেই তিনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে সহযোগিতা করতে রাজি হয়েছেন। তার ন¤্রতায় আমি বিমুগ্ধ।’

রাহমানের প্রশংসা করে হিরানি আরও বলেন, ‘তিনি অত্যন্ত প্রতিভাবান। সিনেমা সম্পর্কে তার অগাধ জ্ঞান। সুরের মূর্ছনায় চিত্রকর্ম সাজিয়ে ফেলতে পারেন তিনি। শ্রোতা কী চায় তা অনায়াসে ধারণ করা তার সহজাত।’

এ ছবির জন্য দুটি গান সুর করেছেন এ আর রাহমান। তিনি বলেছেন, ‘বিধু বিনোদ চোপড়া ও রাজু হিরানি একসঙ্গে মিলে কীভাবে একের পর এক ব্লকবাস্টার (থ্রি ইডিয়টস, মুন্নাভাই এমবিবিএস, লাগে রহো মুন্নাভাই, পিকে) উপহার দিলেন, তা নিয়ে বরাবরই কৌতূহল ছিল আমার। তাদের কাছ থেকে অতিথি সুরকার হওয়ার জন্য ফোন পাওয়া ছিল আনন্দময় চমক। নতুন ছবিটির জন্য গীতিকার ইরশাদ কামিলকে নিয়ে দুটি গান তৈরির পুরো প্রক্রিয়া ভালো লেগেছে আমার।’

‘সঞ্জু’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সঞ্জয় দত্তের বাবা সুনীল দত্ত চরিত্রে পরেশ রাওয়াল, সুনীলের স্ত্রী নার্গিসের ভূমিকায় মনীষা কৈরালা, সঞট্জুর বন্ধু চরিত্রে ভিকি কৌশল এবং নায়িকার ভূমিকায় আছেন সোনম কাপুর ও দিয়া মির্জা। সাংবাদিক চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে। ছবিটি মুক্তি পাবে আগামি ২৯ জুন।

Share Button

     এ জাতীয় আরো খবর