January 3, 2025, 1:28 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

কেরানীগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রকে অপহরণের পর হত্যা

ইকবাল  হোসেন  কেরানীগঞ্জ  প্রতিনিধিঃ

 

দক্ষিন কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় সোহাগ নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে। সোমবার(৩০/0৪/২০১৮) বেলা ৩টার দিকে অপহরণকারীর ঘর থেকে সোহাগের লাশ উদ্ধার করে পুলিশ।
একই দিন সকাল ১০টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে সোহাগকে অপহরণ করে প্রতিবেশী শাহীন (২৫)।

সোহাগের বাবা ইদ্রিস আলী জানান, মীরেরবাগ এলাকার ওরিয়েন্ট টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র সোহাগ। সোমবার স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। এর কিছুক্ষণ পরই মোবাইলে এক ব্যক্তি জানায় সোহাগকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে ৬ লাখ টাকা দাবি করে ওই ব্যক্তি। অন্যথায় সোহাগকে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি জানান, তারা অপহরণকারীকে দুই লাখ টাকা দিতে রাজি হয়। কিন্তু এতে অপহরণকারী শাহীন রাজি ছিলেন না। একপর্যায়ে তিনি ঘটনাটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর তারা তথ্যপ্রযুক্তির দ্রুত সাহায্য নেন এবং অপহরণকারীর অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। এরপর বেলা আড়াইটার দিকে মীরেরবাগ এলাকা থেকে অপহরণকারী শাহীনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, জিজ্ঞসাবাদের একপর্যায়ে সে অপহরণের কথা স্বীকার করে এবং তার নিজ ঘরের খাটের নিচে লাশ লুকানো আছে বলে জানায়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হাত-পা বেধে শ্বাসরোধে সোহাগকে হত্যা করা হয়েছে।

অন্যদিকে ঘাতক শাহীনের বাবার নাম রফিক। শাহীন বখাটে প্রকৃতির ও মাদকসেবী ছিল। কাজকর্ম তেমন কিছু করত না।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর