October 10, 2024, 3:23 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

শুভ জন্মদিন আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক:

আজকে এমন এক অভিনেত্রীর জন্মদিন যিনি বর্তমানে তার রূপ ও অভিনয় গুণ দিয়ে আমাদের মুগ্ধ করে যাচ্ছেন। বর্তমানে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন। কিন্তু অভিনেত্রী নয় বরং মডেলিং দিয়েই পরিচিত হতে চেয়েছিলেন তিনি। বলছি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার কথা। ১৯৮৮ সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। আজ তার ৩০তম জন্মদিন। শুভ জন্মদিন।

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে অভিনয় করে বলিউডে পথ চলা শুরু করেন আনুশকা শর্মা। নবাগত হলেও ছবিটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি দৃশ্যে অভিনয়ের দক্ষতা দিয়ে দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন তিনি। আর সেই অভিনয় দিয়েই ভবিষ্যতে বলিউডের সেরা অভিনেত্রীদের একজন হবেন তা জনান দেন।

২০১০ সালে মুক্তি পাওয়া ছবি ‘ব্যান্ড বাজা বারাত’ ছবি দিয়ে ফিল্মফেয়ারসহ সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। এছাড়া ২০১৪ সালে তিনি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ক্লিন স্টেট ফিল্ম’ চালু করেন। এই প্রতিষ্ঠান থেকে নির্মিত প্রথম চলচ্চিত্র ‘এনএইচ১০’ ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। নবদ্বীপ সিং পরিচালিত এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন নায়িকা নিজে। ২০১৬ সালে করণ জোহরের রোম্যান্টিক ছবি ‘এ দিল হে মুশকিল’ ছবিতে অভিনয় করেন।

আনুশকা শর্মা অভিনিত ছবি ‘সুলতান’ এবং ‘পিকে’ বক্স অফিসে ৩০০ কোটি রুপি আয় করে। এদিকে ২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ এবং ২০১১ সালে ‘লেডিস ভার্সেল রিকি ভাল’ ছবির অভিনেতা রনবীর সিং এর সঙ্গে তার সম্পর্কে আছে বলে সংবাদ প্রকাশ করা হলে আনুশকা শর্মা এবং রণবীর সিং উভয়ই সম্পর্কের অভিযোগটি অস্বীকার করেন। পরে ২০১২ সালে তাদের সম্পর্ক ভেঙ্গে গেছে বলে সংবাদ প্রকাশ করা হয়েছিল।

এদিকে, ২০১৩ সাল থেকে অনুশকা ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শোনা গেলেও নায়িকা তাদের সম্পর্ক নিয়ে মিডিয়াতে কোন কথা বলতে অনিচ্ছুক ছিলেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ তারকা।

আনুশকা শর্মা অভিনীত ‘জিরো’ এবং ‘সুঁই দাগা’ ছবিগুলো এ বছরই মুক্তি পাবে। ‘জিরো’ ছবিতে আনুশকার বিপরীতে অভিনয় করেছে বলিউড বাদশা শাহরুখ খান এবং ‘সুই দাগা’তে অভিনয় করেছেন বারুণ ধাবন। দুটি ছবির জন্য এবং তার আগামীর পথ চলার জন্য অনেক শুভ কামনা রইলো।

Share Button

     এ জাতীয় আরো খবর