October 23, 2024, 3:38 pm

সংবাদ শিরোনাম
প্রেসক্লাব রংপুরের বহিস্কৃত সাবেক সভাপতি মাহাবুব রহমান হাবুসহ দু’জনের বিরুদ্ধে মামলা পেট্রাপোলে অমিত শাহ’র আগমন বেনাপোল বন্দর দিয়ে ৪ দিন আমদানি রপ্তানি বন্ধ আব্দুস সালাম বাবলা’র বাড়িতে হামলা ও পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এস এম জিলানী সিলেট তামাবিল মহাসড়কে হাইওয়ে পুলিশের তল্লাসি চলছে কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ শেরপুরে নদের পারে দুর্গন্ধ, কাছে যেতেই মিলল কবিরাজের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ভক্তদের উপর দূর্বৃত্তদের হামলা উখিয়ায় অস্ত্র ও এ্যামোনেশনসহ আরসা কমান্ডার আটক অমিত শাহ পেট্রাপোলে আসছেন তাই বেনাপোলে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু অভিযোগ, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরগুনার বামনায় ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে মাতৃসদন নামে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার সকালে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বাচ্চু উপস্থিত থেকে ওই ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন। এর আগে গত রোববার রাতে চিকিৎসক আসার আগেই ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মো. আজাদ অস্ত্রপচার করার সময় মাকসুদা বেগম নামে এক প্রসূতি ও তার নবজাতক সন্তানের মৃত্যু হয়। মাকসুদা বেগম উপজেলার নিজআমতলী গ্রামের মহারাজের স্ত্রী। মহারাজ অভিযোগ করে বলেন, প্রথমে মাতৃসদন নামে ওই ডায়াগনস্টিক সেন্টারে আমার স্ত্রীকে ভর্তি করি। এরপর তাদের কথা মতো টাকা পরিশোধ করি। কিন্তু কিছুক্ষণ পর ম্যানেজার আজাদ এসে আমাকে বলেন, আপনার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যান। পরে অন্য হাসপাতালে নেয়ার প্রস্তুতির সময় আমার স্ত্রী ও সন্তান মারা যায়। আমি আমার বাচ্চা ও স্ত্রী হত্যাকারীদের বিচার চাই। বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর