January 2, 2025, 10:47 pm

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বোরহানউদ্দিনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত নতুন বছরে নতুন সূর্য অবলোকনে কুয়াকাটায় ভীড় করছে পর্যটকরা

ভালুকায় ছাগলে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন ঘাতক আটক

আরিফুল ইসলাম (আরিফ)ময়মনসিংহের, ভালুকা থেকেঃ

ভালুকায় ছাগলে ধান ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে যুবক খুন ঘাতক আটক। ভালুকা উপজেলার কাংশেরকুল গ্রামে মঙ্গলবার দুপুরে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দাঁয়ের কুপে আল আমীন(২৩) নামে এক যুবক খুন হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ঘাতক ফয়েজ উদ্দিন(৪৫)কে আটক করেছে। সূত্রে জানাযায়,আল আমীনের পিতা আব্দুল কুদ্দস প্রতিবেশি ফজলুল হকের ৩কাঠা জমি বর্গা নিয়েছেন । ঘটনার দিন দুপুরে ওই ক্ষেতের ধান ফয়েজ উদ্দিনের ছাগল খেয়ে ফেললে এ নিয়ে আল আমীনের পিতার সাথে ফয়েজ উদ্দিনের কথা কাটাকাটি হয়। এ সময় পিতার পক্ষ নিয়ে আল আমীন কথা বললে দুজনই উত্তেজিত হয়ে পরে। এক পর্যায়ে ফয়েজ উদ্দিন তার হাতে থাকা দাঁ দিয়ে আল আমীনের মাথার ডান পাশে কুপ দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান। সেখান থেকে পরিবারের অন্যান্য সদস্যরা এসে আল আমীনকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাঁর অবস্থার বেশী অবনতি হলে আল আমীনকে ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে রাতে ঢাকার উত্তরা মারা যান। চিকিৎসা নেয়ার জন্য ঘাতক ফয়েজ উদ্দিন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে হাসপাতাল থেকে তাঁকে পুলিশ আটক করে। ফয়েজ উদ্দিন ভালুকা উপজেলার কংশেরকুল গ্রামের আছর উদ্দিনের ছেলে। এ ঘটনায় আল আমীনের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান,খুনের ঘটনায় মুল আসামীকে আমরা গ্রেপ্তার করেছি। মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর