December 22, 2024, 11:58 pm

সংবাদ শিরোনাম
জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

খালেদা জিয়ার দেশে ফেরা ঠেকানো যাবে না: রিজভী

খালেদা জিয়ার দেশে ফেরা ঠেকানো যাবে না: রিজভী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপপ্রচার চালিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরা ঠেকানো যাবে না গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষেগণতন্ত্র এখন কোন পথে? ন্যায়বিচারের সর্বোচ্চ আদালত ধ্বংসের বিরুদ্ধে রুখে দাড়াও শীর্ষক আলোচনা সভায় রিজভী এই মন্তব্য করেনবহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জাতীয় ঐক্য পরিষদ নামে একটি সংগঠন আলোচনার আয়োজন করে তাঁকে (খালেদা জিয়া) আপনারা অপপ্রচার দিয়ে বাংলাদেশে আসতে তাঁর মনোবল আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, এটা তো সম্ভব নয় আগামীকাল দেশনেত্রী বাংলাদেশে আসছেন আপনাদের কোনো অনাচার, কোনো চক্রান্ত এই বাংলার মাটিতে সফল হবে না, কোনো চক্রান্তই সফল হবে না, বলেন রিজভী আইনমন্ত্রী আনিসুল হক মিথ্যাচার করছেন অভিযোগ করে রিজভী বলেন, আইনমন্ত্রী গোটা জাতিকে ব্ল্যাকমেইল করেছে প্রধান বিচারপতি, সর্বোচ্চ আদালত নিয়ে, প্রতিটি এলাকায় আইনের শাসন নয়, চলছে আওয়ামী শাসন, শেখ হাসিনার শাসন তার পরও বলতে হবে আইনের শাসন তার পরও তাদের মুখে গণতন্ত্রের কথা মানুষের আশ্রয়ের স্থল সর্বোচ্চ আদালত, তার কাঁধেও বন্দুক ধরেছে আওয়ামী লীগ একটা গনঅভ্যুত্থান না ঘটে, এজন্য তারা এমন করছে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জাতীয় ঐক্য পরিষদের সভাপতি সালাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ এদিকে, মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে মন্তব্য করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পরিকল্পিতভাবে এমনটি করেছে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিকসাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত মানববন্ধনে রিজভী মন্তব্য করেন দেশনেত্রীকে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সরকার ঠিক আসার সময় হয়েছে যখন, তখনই পরোয়ানা জারি এদের (সরকারের) ছক বাঁধা আছে সবকিছু ডিজাইনের মধ্যে করছে, টাইমিং করা আছে সরকারের কিন্তু গলায় গামছা দিয়ে ক্ষমতা থেকে যেদিন নামিয়ে দেবে দেশের জনগণ, এটা তারা জানে না, বলেন রিজভী তাদের মুখে গণতন্ত্রের কথা? তাহলে বাকশাল কী? বাকশাল মানেই গণতন্ত্র হত্যা, মিছিল করা যাবে না, প্রতিবাদ করা যাবে না, যোগ করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদার বক্তব্যের যাঁরা সমালোচনা করছেন, তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন রিজভী তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতাÑতা বলা যাবে না কবির কথা ভুল, আওয়ামী লীগের কথা সত্য, আইনমন্ত্রীর কথা সত্য, তাদের কথা মানতে হবে না মানলে আপনি মামলা খাবেন, গুম হবেন, খুন হবেন মহান মুক্তিযুদ্ধের সময় প্রধান নেতা বাড়িতে বসে থাকলেন আর দায়িত্ব পালন করলেন মেজর জিয়া জন্যই তাঁর ওপর ক্ষোভ শেখ হাসিনা বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, খালেদা জিয়া করেনি দালালির চরিত্র, মোসাহেবি চরিত্র কেন খালেদা জিয়ার নেই, এজন্য খালেদা জিয়ার ওপর ক্ষোভ নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায়ই তো শেখ হাসিনা শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না আইনমন্ত্রীর সমালোচনা করে রিজভী বলেন, আপনি নিজেই তো অর্বাচীনের দলে, আপনি জালিয়াতি করে জাল স্বাক্ষর করে প্রধান বিচারপতিকে বিদেশ যেতে বাধ্য করেছেন আবার বলছেন আপনি সত্যবাদী, আপনি সত্যবাদী, জনগণের অন্তরে আপনি যে মিথ্যাবাদী, তা বুঝতে পারছেন না? আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই রাজনীতিক বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ বলেছে, তিনি লন্ডনে বসে ষড়যন্ত্র করছেন, দেশে আসবেন না খালেদা জিয়া দেশে অবশ্যই আসবেন, পালিয়ে যাওয়ার নীতি তো আওয়ামী লীগের মিথ্যা পরোয়ানা দিয়ে, আপনারা ভাবছেন দুর্বল করবেন? মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস নেতা মামুন আহমেদ, চলচ্চিত্র অভিনেতা হেলাল খান, অভিনেতা আশ্রাফ উদ্দিন উজ্জল, অভিনেত্রী শায়লা, জাসাসের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রতন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মন্টু, তেজগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কবির প্রমুখ

Share Button

     এ জাতীয় আরো খবর