January 14, 2025, 4:49 am

সংবাদ শিরোনাম

ইউজিসি চেয়ারম্যানের নামে ফোন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে টাকা দাবি

ইউজিসি চেয়ারম্যানের নামে ফোন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে টাকা দাবি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের নাম ব্যবহার করে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোবাইলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে অর্থ দাবি করছে জানিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছে কমিশন গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইউজিসি বলেছে, কোনো এক ব্যক্তি ০১৭২৩৮৫২৮৫৭ নম্বর ব্যবহার করে এই ঘটনা ঘটাচ্ছেন তিনি ইউজিসি চেয়ারম্যানের নাম ব্যবহার করে আত্মীয়স্বজনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইছেন বলে কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে কমিশনে অভিযোগ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা যাচ্ছে যে, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন এতে ইউজিসি চেয়ারম্যান কমিশনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণœ হচ্ছে কমিশনের চেয়ারম্যান, সদস্য কর্মকর্তাকর্মচারীর নামে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক বা অন্য কোনো সহায়তা চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে অনুরোধ করেছে ইউজিসি

Share Button

     এ জাতীয় আরো খবর