-
- আন্তর্জাতিক, রাজনীতি, লিড নিউজ
- পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল (অবসরপ্রাপ্ত)পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ আদালতের
- আপডেট সময় March, 9, 2018, 12:52 pm
- 372 বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একইসঙ্গে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশ দেয়।
২০০৭ সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন পারভেজ মোশাররফ। এ অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। বর্তমানে তিনি বিদেশে পলাতক থাকায় আদালতে হাজির হননি। ফলে তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/৯মার্চ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর