January 3, 2025, 4:31 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি:


অসাম্প্রদায়ীক, প্রগতিশীল শিক্ষক, লেখক ও গবেষক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। রবিবার বেলা ১১ টায় অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়ার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, প্রফেসর ড. এইচ. এম আক্তারুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মাহবুুবুর রহমান, প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ড. আব্দুস সাত্তার, প্রফেসর ড. সাইফুল ইসলাম, প্রফেসর ড. জাকারিয়া রহমান, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. রুহুল কেএম সালেহ, প্রফেসর ড. রেবা মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের কমকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা এর সাথে জড়িতদের মূল হোতাকে খুজে বের করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই বিভাগের রোবট ফেস্টিভালে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ জাফর ইকবাল। বিকেল সাড়ে তিনটার দিকে তিনি রোবট প্রতিযোগিতা দেখতে মুক্তমঞ্চে অবস্থান করেন। পৌনে ৬ টার দিকে পিছন থেকে তার উপর অতর্কিত হামলা চালায় এক দুবৃত্ত।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর