January 11, 2025, 8:43 pm

সংবাদ শিরোনাম

শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন

রাকিবুল হাসান(রকি)শিবচর(মাদারীপুর)প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি উদ্যেগে জুলাই বিপ্লবের ঘোষনাপত্র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১’ই জানুয়ারী) সকালে শিবচর পৌর এলাকা মুক্ত মঞ্চ এলাকা থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সমন্বয়ক সদস্য মোঃ রাকিব হাসান। এসময় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শিবচর উপজেলা শাখার সদস্য মোঃ রিয়াজ রহমান, মোঃ শাকিল খান, মহিউদ্দিন মাতুব্বর,রাজু আহমেদ,আবু বক্কর সিদ্দিকী,রুবেল, হৃদয়, ইরান,মাফিন রহমান,ডি এম আরিফসহ স্থানীয় নেতারা।

নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মোঃ রাকিব হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা চাই ৪৭ এবং ৭১ এর ন্যায় ২৪ এর যে গনঅভ্যুত্থান হয়েছে এটা সাংবিধানিক একটা দলিল আকারে থাকবে। কারন ২৪ এর গনঅভ্যুত্থানে ২ হাজার মানুষ শহীদ এবং ২৬ হাজার লোক আহত হয়েছে। এটা যদি সাংবিধানিক দলিল আকারে যদি না থাকে তাহলে আগামী ছয় মাস বা এক বছর পরে মানুষ ভুলে যাবে কেন গন অভুথান হয়েছিল। আমরা চাই ২৪ এই অভ্যুথানটা সারা জীবন বাংলাদেশের বুকে থাকুক ৪৭ এবং ৭১ এর ন্যায় এবং মানুষ যে দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছিলো প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি মানুষের পূরন হোক এবং আমরা প্রত্যেকটি মানুষের কাছে দ্বারে দ্বারে লিফলেট
বিতরণ করছি আমরা জানতে চাই জনগন কি চাচ্ছে।

আমরা চাই রাজনৈতিক দর বন্দোবস্ত তৈরি হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি মাধ্যমেজাতীয় নির্বাচনের আগে দেশে গনতন্ত্র কায়েম হয়েছে দেখতে চান তারা। আর কখনোই ফ্যাসীবাদী রাষ্ট্র কায়েম করতে দেয়া হবে না বলেও হুশিয়ারী দেন।

Share Button

     এ জাতীয় আরো খবর