হিলি প্রতিনিধি
“সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের পথে এগিয়ে চলা ২০বছরে”এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টেলিভিশন বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার(২৭ ডিসেম্বর) বৈশাখী টিভির হিলি সংবাদদাতা গোলাম মোস্তাাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে বৈশাখী টিভির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাপ্তাহিক হিলিবার্তা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন,হাকিমপুর হিলি পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহ-সভাপতি রবিউল ইসলাম সুইট, সাঃ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি আলতাফ হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ, যুবদলের যুগ্ম আহবায়ক আরমান আলীসহ হিলির কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির।