January 15, 2025, 10:25 am

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে মাদক উদ্ধার করতে গিয়ে আহত -১

শামসুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে মাদক দ্রব্য উদ্ধার করতে গিয়ে রুহুল আমিন (৩৭) নামের এক মাকদ দব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রুহুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের সহকারী উপ-পরিদর্শক এবং চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার চক-বহরামপুর গ্রামের মৃত সলেমান আলীর ছেলে।

অভিযক্তরা হলেন, উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুল পাড়া গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তার ছেলে জুয়েল হোসেন (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক মহিয়ার রহমান বলেন, আমি ও রুহুল আমিনসহ সাতজন মাদক দ্রব্য উদ্ধার করার জন্য উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর স্কুল পাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযান কালে জাহাঙ্গীর আলম লোহার রড দিয়ে রুহুল আমিনের মাথায় আঘাত করে। জুয়েল হোসেন লাঠি দিয়ে মারপিট করে। আমরা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তার ও মামলার প্রস্তুতি চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর