ফয়সাল মাহবুবঃ জালালাবাদ থানা পুলিশ কর্তৃক মৃত অজ্ঞাতনামা পুরুষ (৩৫) এর লাশ উদ্ধার, পরিচয় সনাক্তে সহযোগিতা কামনা করে ০৬/০৫/২০২৪খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার সময় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, অত্র জালালাবাদ থানাধীন তেমূখী চরুগাঁও সাকিনস্থ শরীফ কমিউনিটি সেন্টারের পশ্চিম পার্শ্বে ডোবায় একজন অজ্ঞাতনামা পুরুষের মৃত্যুদেহ পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। উক্ত সংবাদ পেয়ে উর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু খালেদ মামুন ও রাত্রীকালীন সিয়েরা-২১ এর অফিসার এসআই(নিরস্ত্র)/রাজীব মোহন দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ০৬/০৫/২০২৪খ্রিঃ অনুমান ০৬:২০ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পান যে, অত্র জালালাবাদ থানাধীন তেমূখী চরুগাঁও সাকিনস্থ শরীফ কমিউনিটি সেন্টারের পশ্চিম পার্শ্বে ডোবায় একজন অজ্ঞাতনামা পুরুষের মৃত্যুদেহ পানিতে ভাসমান অবস্থায় রয়েছে। অতঃপর এসআই(নিরস্ত্র) রাজীব মোহন দাস অজ্ঞাতনামা পুরুষ, যার বয়স অনুমান-(৩৫) বছর এর মৃত দেহ ডোবার পাড়ে তুলে বিধি মোতাবেক মৃত দেহের সুরতহাল প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উপস্থিত স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে তাৎক্ষনিক অজ্ঞাতনামা পুরুষ (৩৫) এর পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ সহ আনুসাঙ্গিক অন্যান্য আলামত সংগ্রহ করার জন্য সিআইডি ও পিবিআই সংস্থাকে সংবাদ প্রেরণ করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, উক্ত অজ্ঞাতনামা পুরুষ ভবঘুরে ভারসাম্যহীন (পাগল), সে বিভিন্ন সময় ঘটনাস্থলের আশপাশ এলাকায় ঘুরে বেড়াত। ধারণা করা হচ্ছে যে, ইং ০৬/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ০০:৩০ ঘটিকা হতে ০৫:৩০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময় বর্ণিত ঘটনাস্থল ডোবার পানিতে পড়ে মৃত্যুবরণ করে। উক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার পরিচয় জানতে পারেন, তাহলে জালালাবাদ থানার ডিউটি অফিসারের নম্বর (০১৩২০০৬৭৫৯৯) এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।