January 28, 2025, 1:38 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে নবগঠিত সদর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ২০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিচার হয়নি ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ এর বিরুদ্ধে সংবাদ সন্মেলন শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিবচরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বসতবাড়ি ভাঙচুর পবিত্র শবে মেরাজ আজ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ বর্ণিল আয়োজনে ফুলবাড়ীবাসীর মিলন মেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

ফরিদপুর জেলার কোতয়ালি এলাকা হতে ১২৭ বোতল ফেনসিডিল সহ ০১ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব -১০

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই স্লোগান সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

২। এরই ধারাবাহিকতায় গতকাল ০৬ মে ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক সকাল ১১:৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চুয়াডাঙ্গা জেলা হতে কুয়াকাটাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে ফেনসিডিল বহনকালে আনুমানিক ৩,৮১,০০০/- (তিন লক্ষ একাশি হাজার) টাকা মূল্যমানের ১২৭ (একশত সাতাশ) বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওমর আলী (৩৯), পিতা- মৃত দলিল উদ্দিন প্রঃ দুলু শেখ,সাং- কুতুবপুর (মাঝপাড়া), থানা- দামরহুদা, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসসহ অন্যান্য মাদকন্ত্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী ঢাকা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

৪। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর