January 3, 2025, 1:45 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

তাহিপুর সীমান্তে পৃথক অভিযানে কয়লা-মদ জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

 

সুনামগঞ্জের তাহিপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় কয়লা ও অফিসার চয়েস মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

এ ব্যাপারে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিকুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে তাহিপুর উপজেলার লাউরগড় সীমান্ত পিলার ১২০৩/২-এস এর কাছ থেকে ৭১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক মূল ১ লাখ ৬ হাজার ৫শ’ টাকা।

এদিকে একই উপজেলার সীমান্ত এলাকা টেকেরঘাট সীমান্ত পিলার ১১৯৭/৬-এস এর কাছ থেকে ১ হাজার ২শ’ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬শ’ টাকা। এছাড়া এর কিছু সময় পর তাহিপুর উপজেলার আরেক সীমান্ত এলাকা বিরেন্দ্রনগর সীমান্ত পিলার ১১৯৪/৬-এস এর কাছ থেকে ১ হাজার ৩শ’ ২০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৭ হাজার ১৬০ টাকা।

এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মদ ও কয়লা ফেলে পালিয়ে যায় বলে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর