October 18, 2024, 11:04 am

সংবাদ শিরোনাম
ফুটওভার ব্রিজের উপর থেকে টার্গেট ছিনতাইকারীদের সাবেক ছাত্রলীগ নেতা ইমরানের রাজউকে শক্তিশালী সিন্ডিকেট তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হুমকি বারুদের গন্ধ বিশ্ববাসী সহ্য করতে পারছেন না (পর্ব ১৩) বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) ভুল পথে কেন (পর্ব- ১২) মাতৃভূমি সুরক্ষার জন্য আবারো রক্ত দিতে হবে কেন? পর্ব -১১ দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ নবাবগঞ্জে বজ্রপাতে দুই বিয়াইয়ের মৃত্যু শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন অনুষ্ঠিত সুন্নাহর মাঝেই রয়েছে বৈষম্যমুক্ত আদর্শ দেশ গড়ার চাবিকাঠি কুড়িগ্রামে হত্যায় মামলায় সাংবাদিকদের আসামী! কক্সবাজারে অভিযানে ৬ দূর্বৃত্ত অস্ত্র সহ আটক

পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত।

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানার  ধূলাস্বার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন সাগর মোহনায় রবিবার রাতে একটি মাছ ধরার ট্রলারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ বিধ্বস্ত হয়ে দুই জেলে দগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় জেলেদের রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলো হারুন পাহলান নামের এক জেলে। ট্রলারের ছাদে নামাজ পড়তে ছিল জেলে হাবিব।  অন্য চার জেলে তীরে দাড়িয়ে কথা বলতেছিল।
এসময় হঠাৎ বিস্ফোনের ঘটনা ঘটে।  বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ উড়ে যায়। ট্টলারে থাকা গ্যাস সিলিন্ডারটি অক্ষত  থাকলেও কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা সঠিকভাবে জানাতে পারেনি প্রত্যক্ষদর্শী জেলেরা।
বিস্ফোরণে দগ্ধ জেলে হারুন পহলান ও আবুল সরদার কে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।  তার পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে । আহত আবুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুলাস্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গ্যাস সিলিন্ডার অখ্যাত রয়েছে। সিলিন্ডারটি রয়েছে ট্রলারের পিছনের দিকে আর বিধ্বস্ত হয়েছে ট্রলারের সামনের দিক। যখন এটি বিস্ফোরিত হয় তখন পুরো এলাকা কম্পন ধরে যায়। তবে এটা আসলে কি বিস্ফোরিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্রলারে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তদন্ত চলমান, পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর