February 18, 2025, 6:37 pm

সংবাদ শিরোনাম
আজহারের মুক্তির দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত জৈন্তাপুরে  আপন মেয়েকে ধর্ষণের দায়ে পিতাকে আটক তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গণপদযাত্রা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল ১০ লাখ টাকা মুক্তিপণে লামার ২৬ অপহৃত শ্রমিক মুক্ত ডিসেম্বরের আগেই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন- সালাহউদ্দিন আহমদ চিলমারীতে “অপারেশন ডেভিল হ্যান্ট” এ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা গাইবান্ধায় স্থানীয় কিশোর গ্যাং জিম্মি করে আদায় করছে মুক্তিপণ

পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত।

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুর থানার  ধূলাস্বার ইউনিয়নের ধোলাই মার্কেট সংলগ্ন সাগর মোহনায় রবিবার রাতে একটি মাছ ধরার ট্রলারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ বিধ্বস্ত হয়ে দুই জেলে দগ্ধ হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, রবিবার রাতে ট্রলারটি ছয় জেলে নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় জেলেদের রাতের খাবারের জন্য রান্নার প্রস্তুতি নিচ্ছিলো হারুন পাহলান নামের এক জেলে। ট্রলারের ছাদে নামাজ পড়তে ছিল জেলে হাবিব।  অন্য চার জেলে তীরে দাড়িয়ে কথা বলতেছিল।
এসময় হঠাৎ বিস্ফোনের ঘটনা ঘটে।  বিস্ফোরণে ট্রলারটির সামনের অংশ উড়ে যায়। ট্টলারে থাকা গ্যাস সিলিন্ডারটি অক্ষত  থাকলেও কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা সঠিকভাবে জানাতে পারেনি প্রত্যক্ষদর্শী জেলেরা।
বিস্ফোরণে দগ্ধ জেলে হারুন পহলান ও আবুল সরদার কে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সোমবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।  তার পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে । আহত আবুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুলাস্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম বলেন, সোমবার সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গ্যাস সিলিন্ডার অখ্যাত রয়েছে। সিলিন্ডারটি রয়েছে ট্রলারের পিছনের দিকে আর বিধ্বস্ত হয়েছে ট্রলারের সামনের দিক। যখন এটি বিস্ফোরিত হয় তখন পুরো এলাকা কম্পন ধরে যায়। তবে এটা আসলে কি বিস্ফোরিত হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, ট্রলারে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তদন্ত চলমান, পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর