প্রযুক্তি ডেস্কঃ
মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক স্বাস্থ্য খাত নিয়ে প্রতিষ্ঠানটির প্রত্যাশার কথা প্রকাশ করেছেন। সুস্থতা অ্যাপ কিংবা ডিভাইস আনার ইঙ্গিত দিয়েছেন তিনি। টিম কুক বলেন, স্বাস্থ্য খাতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারি। গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় অ্যাপল অংশীদারদের বার্ষিক সভায় টিম কুক এ কথা বলেন। খবর সিএনবিসি।
টিম কুক বলেন, স্বাস্থ্য খাতে অ্যাপল মর্যাদার আসনে রয়েছে। প্রতিষ্ঠানটি এ খাতের উন্নয়নে একাই কাজ করছে বলে তিনি দাবি করেন।
ই-কমার্স জায়ান্ট অ্যামাজন তার কর্মীদের স্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে আনতে জেপি মর্গান ও বার্কশায়ার হ্যাথাওয়ের সঙ্গে জোট বেঁধেছে। প্রতিষ্ঠানটি ওষুধসহ বিভিন্ন চিকিৎসাপণ্য সরবরাহ শুরু করেছে।
স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পেতে আইফোনে সফটওয়্যার ইনস্টল করেছে অ্যাপল। এর ফলে গ্রাহক ও হেলথ ডেভেলপাররা উপকৃত হচ্ছেন। এছাড়া অ্যাপলের অন্যান্য পণ্যেও স্বাস্থ্যসেবা মিলছে।
অ্যাপল সিইও বলেন, স্বাস্থ্য খাত নিয়ে তারা মার্কিন সরকারের সঙ্গে কাজ করতে চান। সরকার এক্ষেত্রে তাদের সহায়তা করবে বলে তিনি প্রত্যাশা করেন।
টিম কুক জানান, আইফোনে মেডিকেল রেকর্ড চালু করতে তারা কাজ করছেন। এটি এখনো পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে এক ডজন হাসপাতাল তাদের কাজ করতে রাজি হয়েছে। মার্কিন স্বাস্থ্য খাতে তারা এটি ব্যাপক আকারে ছড়িয়ে দিতে চান। এজন্য অনেক সময় ব্যয় করা হচ্ছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা