December 22, 2024, 8:53 pm

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে ১০ টাকার বাজার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটিতে ১০ টাকায় ব্যাগ ভর্তি বাজারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।সুবিধা বঞ্চিত দুঃস্থ ও অসহায়  প্রায় ২৫০শতাধিক পরিবারের জন্য দুবেলা দু-মুঠো ভালো খেতে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেহাত কম দামে দুঃস্থদের মাঝে সরবরাহ করতে এ আয়োজন করেছে সংগঠনটি।প্রতি মাসে ১দিন ১০ টাকায় গরীবের সুপার সপ বাজার বসবে বলে জানা গেছে।

 

মঙ্গলবার ৩ জানুয়ারি হলোখানা মাঠে দিনব্যাপী ১০ টাকার বাজারের ব্যবস্থা করেছে বিদ্যানন্দন নামে স্বেচ্ছাসেবক সংগঠনটি।

 

১০ টাকার বাজার ঘুরে দেখা যায়,মাঠে রয়েছে মেলার মত সাজানো  গোছানো বিপনন স্টোর ভোজ্যতেল,চাল,ডাল,লবন,ডিম,মাছ,সব্জি,  নুডুলসহ ১৫টি পন্যদ্রব্যের সমাহার।১০ টাকার টোকেন নিয়ে অসহায় দুঃস্থ ও  মানুষেরা নিজের চাহিদা মত বাজার করবেন।বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের তদারকিতে ১০ টাকার বাজারে চলছে অস্বচ্ছল বয়স্ক পুরুষ ও মহিলাদের কেনা কাটা।মুলত দুঃস্থদের পাশে দাড়ানোর প্রচেষ্টায় প্রতি মাসে এক বার এই বাজারের আয়োজন করবেন বলে জানিয়েছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

 

বাজার করতে আসা ষাটোর্ধ বৃদ্ধ মোঃ আজগর আলী বলেন,১০ টাকার বাজারে এসে খুব ভালো লাগছে। বাজারে ১ লিটার সয়াবিন তেলের দাম ২২০ টাকা যা আমাদের মত গরীব মানুষেরা এখানে পাচ্ছে মাত্র ৪ টাকায়। বয়লার মুরগী ২৬০ টাকা কেজি এখানে পাচ্ছি ৪ টাকায়।২ টাকায় পাচ্ছি ১ কেজি মাছ।১ টাকায় পাচ্ছি ১হালি ডিম।এক প্যাকেট ফ্যামিলি সাইজের নুডলস পাচ্ছি ১ টাকায়। এ বাজারের ব্যবস্থা করায় সত্যি খুব খুশি হয়েছি।আজ বহুদিন পর পেট ভরে খেতে পারবো।

 

মোছাঃ গোলাপী বেগম বলেন,১০ টাকা দিয়ে ব্যাগ ভর্তি বাজার করলাম। এখানে যে এত কম দামে চাল ডাল তেল মাছ ডিম পাওয়া যাবে কখনও চিন্তা করি নাই।আমার মত অনেক মানুষ উপকৃত হলো।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোঃ জামাল উদ্দিন বলেন,চর সুভারকুঠির প্রায় ২শ ৫০টি পরিবার মাত্র ১০ টাকায় যে পন্যগুলি কিনতে পারবেন তার বাজার দর প্রায় ৬শ থেকে ৭শ টাকা হলেও তাদের পন্য বাছাই করে নিজেই কেনার স্বাধীনতা তৈরী করতে এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ বলেন,এধরনের উদ্যোগের ফলে তৃনমুলের মানুষের জন্য উপকার হবে এবং তাদের পুষ্টির চাহিদা মেঠাতে পারবে।

Share Button

     এ জাতীয় আরো খবর