December 23, 2024, 12:28 am

সংবাদ শিরোনাম
টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ

জাতীয় অ্যাথলেটিক্সে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

জাতীয় অ্যাথলেটিকসে তিন দিনে সব মিলিয়ে সাতটি রেকর্ড নিয়ে শেষ হয়েছে ৪৬তম আসর। ২১টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৬টি ব্রোঞ্জ জিতে সেরা হয়েছে সেনাবাহিনী। আর ১৬টি স্বর্ণ, ২৩টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে নৌবাহিনী।

মোট ৫১টি পদক পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪০টি ইভেন্টের মধ্যে পুরুষ ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর রহমান। অন্যদিকে, মহিলা ১০০ মিটার স্প্রিন্টে ১৪তম বারের মতো দ্রততম মানবী হয়েছেন শিরিন আক্তার। তবে ২০০ মিটারে শিরিনকে হারিয়ে প্রথম হন সুমাইয়া দেওয়ান। টুর্নামেন্টের শেষ দিন রোববার (২৫ ডিসেম্বর) ২টিসহ মোট ৭টি নতুন রেকর্ড হয়েছে।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) শুরু হয় বঙ্গবন্ধু ৪৬তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এবার বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনীসহ মোট ৩৫টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে স্বর্ণ,রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৫১টি পদক পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ২১টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ নৌবাহিনী ও ৮টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বাংলাদেশ আনসার।বাংলাদেশ সেনাবাহিনীর ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হিসেবে নতুন রেকর্ড গড়েন। এ ছাড়া ২০০ মিটারে তিনি সময় নিয়েছেন ২১.৪১ সেকেন্ড। এই টাইমিং আসন্ন দক্ষিণ এশিয়ান গেমসে ভালো করতে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন তিনি।

মহিলা ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সেকেন্ডে শেষ করে দ্রুততম মানবী হয়েছেন শিরিন আকতার। কিন্তু ২০০ মিটার স্প্রিন্টে অবশ্য তাকে হারিয়ে ২৫.৩০ সেকেন্ডে স্প্রিন্ট শেষ করে স্বর্ণ জয় করে নেন বাংলাদেশ সেনাবাহিনীর সুমাইয়া দেওয়ান।এবার মোট ৭টি নতুন রেকর্ড হয়েছে। ভিন্ন ভিন্ন ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে রেকর্ড গড়েছেন ইমরান, শিরিন ও রিতু। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর রিংকি, রত্না আক্তার ও জাফরিন করেছেন নতুন রেকর্ডে। আরেক রেকর্ড বাংলাদেশ সেনাবাহিনীর সোনিয়া আক্তারের ট্রিপল জাম্পে ১২.৩৮ মিটার লাফিয়ে রেকর্ড গড়েছেন।বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব বলেন, ‘এবার অনেক রেকর্ড হয়েছে। এই যে আড়াই মাসের মধ্যে ৬ থেকে ৭টি রেকর্ড, সেটা অনেক বড় কিছু। আমরা চাই, নতুন মুখ বের হয়ে আসুক।’

৪৬তম জাতীয় অ্যাথলেটিকসে ৪০ ইভেন্টে এবার অংশ নিয়েছিলেন ৩৬২ জন অ্যাথলিট।

Share Button

     এ জাতীয় আরো খবর