December 23, 2024, 9:16 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

এমপি কাজী নাবিল আহমেদ আওয়ামী লীগের জনসভায় ৩ দাবি তুলে ধরলেন

ইয়ানূর রহমান : সদর আসনের সংসদ সদস্য (এমপি) কাজী নাবিল আহমেদ যশোরের
শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের বিশাল জনসভায় তিনটি দাবি
তুলে ধরেছেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশাল
জনসভায় যশোরবাসীর জন্য দাবিগুলো জানান তিনি। জনসভায় প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের তোলা দাবিগুলো হলো­–
ঐতিহাসিক জনপদ যশোর, তাই এই জেলাকে বিভাগ ঘোষণা করা। যশোর পৌরসভাকে সিটি
করপোরেশন ঘোষণা করা। যশোর মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত
করা।

যশোরবাসীর জন্য কিছু দাবি রাখতে চাই উল্লেখ করে তিনি বলেন, ‘স্বপ্নের
পদ্মা সেতু বাস্তবায়ন করে কালনা সেতু নির্মাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা। চলমান উন্নয়ন প্রকল্পের ধারা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের
দীর্ঘদিনের দাবি-আকাঙ্ক্ষাগুলো জানাতে চাই।’

সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বাংলাদেশে কোভিড-১৯
মহামারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যশোর থেকে রাজনৈতিক সমাবেশ শুরু
করছেন। এ জন্য আমরা আনন্দিত, উদ্বেলিত। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
পদ্মা সেতু ও কালনা সেতু যশোরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দেওয়ার
জন্য বঙ্গবন্ধুকন্যাকে ধন্যবাদ জানাচ্ছি।’

এ রাজনৈতিক সমাবেশের আয়োজক সংসদ সদস্য নাবিল সমাবেশে উপস্থিত থাকার জন্য
আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বিএনপির
অপপ্রচারে কান দেবেন না। কারণ, তারা এই এলাকাকে সন্ত্রাসের এলাকা
বানিয়েছিল। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যশোর উন্নয়নের
মডেল।’

এতে উপস্থিত আছেন– আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক,
জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল-আলম
হানিফ, বাহাউদ্দন নাছিম, সংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল মির্জা আজম,
এসএম কামাল হোসেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা
সম্পাদক সামছুন্নাহার চাপা কেন্দ্রীয় সদস্য ডা. মস্তফা জালাল মহিউদ্দিন,
আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, আনিসুর রহমান, মেরিনা
জাহান কবিতা, পারভিন জামান কল্পনা।

ইতোমধ্যে বক্তব্য রেখেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য,
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ,
সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মেজর (অব.) নাসির উদ্দিন, যুবলীগের
চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার,
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের
সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ

Share Button

     এ জাতীয় আরো খবর