অনলাইন ডেস্ক:-
বুধবার জাতীয় জাদুঘরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা চিহ্নিত করেছি। এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানানো হবে। এটা কী অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই বিষয়ে তদন্ত চলছে। অবহেলা হোক বা ইচ্ছাকৃত, কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।
তিনি আরো বলেন, প্রশ্ন একজন সেট করেন, আরেকজন মডারেট করেন। এরপর পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা কারো দেখার সুযোগ থাকে না। প্রশ্নকর্তা ও মডারেটরকে বিভিন্ন প্রশিক্ষণ, নির্দেশিকা দেওয়া হয়। এরপরও কেউ যদি এটা করেন তা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।
ডা. দীপু মনি বলেন, প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হতে হবে। সব বোর্ডকে আরো সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরো ভালো করতে হবে।