July 8, 2024, 9:52 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে একের পর এক বাঁধ ভেঙে ও সড়ক উপছে নতুন নতুন এলাকা প্লাবিত কোটা সমস্যার সমাধান করার দাবি জাতীয় শিক্ষাধারার জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে চিনি ও ঔষধ উদ্ধার পীরগঞ্জের ঝোরারঘাট শাহ্ সালেক দাখিল মাদ্রাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম পীরগঞ্জ ৮৭পিচ ইয়াবা ও অন্যঅন্য মামলায় আসামী আটক৫ ১৭০টি চোরাই মোবাইল ও ট্যাবসহ মোট ০৫ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সরকারী রাস্তাসহ ২৯টি মেহগনি গাছ কাটার অভিযোগ।। তদন্তে প্রশাসন পীরগঞ্জে মসজিদের দোহাই সরকারি খাস জমির গাছ কর্তন পীরগঞ্জে পাট ও পাট বীজ উৎপাদন প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুর মিঠাপুকুরে সেফটিক ট্যাংকে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু

প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরো সতর্ক হতে হবে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক:-

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নকর্তাদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেয়া হবে। তদন্ত রিপোর্ট আসার পর আমরা সিদ্ধান্ত নেব। প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগে আরো সতর্ক হতে হবে।

বুধবার জাতীয় জাদুঘরে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা চিহ্নিত করেছি। এ বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানানো হবে। এটা কী অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই বিষয়ে তদন্ত চলছে। অবহেলা হোক বা ইচ্ছাকৃত, কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরো বলেন, প্রশ্ন একজন সেট করেন, আরেকজন মডারেট করেন। এরপর পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা কারো দেখার সুযোগ থাকে না। প্রশ্নকর্তা ও মডারেটরকে বিভিন্ন প্রশিক্ষণ, নির্দেশিকা দেওয়া হয়। এরপরও কেউ যদি এটা করেন তা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।

ডা. দীপু মনি বলেন, প্রশ্নকর্তা ও মডারেটর নিয়োগের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হতে হবে। সব বোর্ডকে আরো সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরো ভালো করতে হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর