January 5, 2025, 5:14 am

সংবাদ শিরোনাম

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে

চ্যাম্পিয়ন কুড়িগ্রাম সদর উপজেলা
কুড়িগ্রাম প্রতিনিধি:
চিলমারী উপজেলা ক্রীড়া সংস্থাকে ৭-২ গোলে বিধ্বস্থ করে চ্রাম্পিয়ন হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা। শনিবার বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে আসরের সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রাম সদর উপজেলা ক্রীড়া সংস্থা। দলের পক্ষে হ্যাট্রিক করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সোলেমান। ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ। প্রতিযোগিতায় কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা ক্রীড়া সংস্থা খেলায় অংশ নেয়।
Share Button

     এ জাতীয় আরো খবর